Pilu:বাড়ির বউয়ের মত আলতা পায়ে গান গাইতে গাইতে আহিরের বাড়ি ঢুকল আমাদের পিলু! ‘মিষ্টি মেয়ে একটা’,বলছেন নেটিজেনদের একাংশ

নতুন শুরু হওয়া ধারাবাহিক ‘পিলু’তে জমজমাট উত্তেজনা। সঙ্গীতকে কেন্দ্র করে এই ধারাবাহিকের কাহিনী আবর্তিত হচ্ছে। ১৫ জানুয়ারির এপিসোড দেখে প্রথমেই মনে হবে যে আহিরকে বিয়ে করে বাড়িতে এসেছে পিলু। কারণ পিলুর হাত ধরে বাড়ি ঢুকছে আহির।

এমন দৃশ্য দেখেই আহিরের ঠাম্মা মনে মনে ভাবেন যে তাহলে আহির আর পিলুর বোধহয় বিয়ে হয়েই গেছে। আশির্বাদ নিতেই হয়তো বাড়ি আসছে তারা। খুশিতে উচ্ছ্বসিত তিনি। এরপর স্বর্ণজা সকলের মধ্যে এই খবর রটিয়ে দেয় যে আহির আর পিলুর নাকি বিয়েই হয়ে গেছে। আর এই খবর পেয়েই অবাক হয়ে যায় সবাই এবং বিস্ময় নয়নে আহিরকে দেখতে থাকে। অন্যদিকে আহিরের গুরুজী, তাঁর স্ত্রী ও ছেলে-মেয়েরা এক জায়গায় দাঁড়িয়ে আছে। আর ঠাম্মা আবার পিলুকে বরণ করতে আলতা নয় হাজির। আলতায় পা ডুবিয়ে নববিবাহিত বউয়ের মতো প্রবেশ করে পিলু। ঠাম্মা খুশি হলেও বাড়ির বাকিরা যে খুশি হয়নি তা তাদের চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে।

এদিকে পিলু ধারাবাহিকটি শুরু হওয়ার পরেই সমালোচনার মুখে পড়তে হয়। মুখ্য চরিত্র আহির বাদ্যযন্ত্র সঠিকভাবে ধরতে না পারায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাকে কমেন্ট বক্সে তুলোধোনা করতে ছাড়ে না। বলাই বাহুল্য, শুরুতেই ক্ষুন্ন হয়েছিলেন দর্শকরা। এরপর যদিও গল্প এগিয়েছে এবং তা বেশ পছন্দ করেছেন দর্শকরা।

You cannot copy content of this page