নৈহাটিতে সক্রিয় হয়ে উঠেছে নারী পাচা’র চক্র! রমরমিয়ে চলছে ব্যবসা, খবর পেয়েই ঘটনাস্থলে বিধায়ক রাজ! অভিযুক্তরা ধরা পড়বে কবে?

‘হোক কলরব’-এর শুটিং শেষ করে একটু বিশ্রামেই ছিলেন রাজ চক্রবর্তী। কিন্তু হঠাৎই শোনা গেল— নৈহাটিতে রমরমিয়ে চলছে নারীপাচারের চক্র! খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, বিধায়ক নিজে ছুটে গিয়েছেন ঘটনাস্থলে। যেন রীতিমতো কোনও অ্যাকশন ছবির দৃশ্য! রাজকে নাকি দেখা গিয়েছে তদন্তকারীদের সঙ্গে কথা বলতে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই প্রকাশ পেল আসল সত্যি — সবটাই পর্দার গল্প!

আসলে ক্যামেরা ঘুরছে রাজ চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ় ‘আবার প্রলয় ২’-এর সেটে। প্রথম সিজ়নে সুন্দরবনের নারীপাচার চক্রের অন্ধকার দিক তুলে ধরেছিলেন পরিচালক। এবার গল্পের প্রেক্ষাপট বদলেছে — গন্তব্য নৈহাটি। নারীপাচারের এই ভয়ংকর বাস্তবেরই বর্ধিত রূপ ধরা দেবে নতুন সিজ়নে। সোমবার ছিল মহরত, মঙ্গলবার থেকেই শুরু হয়েছে শুটিং। ক্যামেরার দায়িত্বে রয়েছেন মানস গঙ্গোপাধ্যায়।

সূত্রের খবর, আগের সিজ়নের মতো এই বারেও দেখা যাবে বেশ কিছু পুরনো মুখ। রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ এবং পরান বন্দ্যোপাধ্যায়। তবে একটি প্রশ্ন ঘুরছে দর্শকমহলে — আগের সিজ়নে অভিনয় করে পর্দায় আত্মপ্রকাশ করা সাংসদ-অভিনেতা পার্থ ভৌমিক কি ফিরছেন?
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, “এই সিজ়নে আমি নাও থাকতে পারি।”

রাজের সিরিজ় মানেই চমক — প্রথম ভাগে যেমন কৌশানী মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, বিদেশি অভিনেত্রী আলেকজ়ান্দ্রা টেলর ও গৌরব চক্রবর্তীর উপস্থিতিতে সবাইকে অবাক করেছিলেন তিনি। এবারও নাকি এমন কিছু ‘সারপ্রাইজ ফেস’ দেখা যাবে পর্দায়, যদিও শুটিংয়ে ব্যস্ত রাজ এখনই মুখ খুলছেন না সে বিষয়ে।

আরও পড়ুনঃ ‘আমার ছবি সরকারি প্রেক্ষাগৃহে দেখানো হয় না, নাটক সরকারি মঞ্চে ওঠে না’, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী হয়েও বাংলায় ‘ব্রাত্য’ সুদীপ্তা চক্রবর্তী

একদিকে পরিচালক, অন্যদিকে বিধায়ক — রাজ চক্রবর্তী জানেন কীভাবে বাস্তব ও পর্দার দুনিয়া মেলাতে হয়। তাই নারীপাচারের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে ফের পর্দায় ফিরছেন তিনি। নৈহাটির আলো-আঁধারি গলিতে এবার ক্যামেরা ধরবে সমাজের অন্ধকার দিক— যেখানে প্রলয় আসবে অন্য রূপে!

You cannot copy content of this page