বাংলার উৎসবের আর মাত্র কয়েকটা সপ্তাহ, তার আগেই টলিপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়। দীপাবলির সময় কোন ছবি মুক্তি পাবে, সেই নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে উত্তেজনা। আর সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে এক বিশেষ চমক—একই ছবিতে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক ও তাঁর মেয়ে, জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে।
সম্প্রতি সরকারি নির্দেশ মেনে পুজোর মুক্তি ঘিরে বৈঠকে বসেছিল টলিপাড়ার নতুন কমিটি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দেব, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিংহ রানে-সহ বহু প্রযোজক ও পরিচালক। সেখানেই নাকি প্রযোজক রানে ইঙ্গিত দেন—তাঁর নতুন ছবি দীপাবলিতেই মুক্তি পেতে পারে। পরিচালনায় রয়েছেন অন্নপূর্ণা বসু। ছবির নাম ‘স্বার্থপর’।
সূত্রের খবর, ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এই ছবিতে রঞ্জিত মল্লিক ও কোয়েল ছাড়াও থাকছেন কৌশিক সেন-সহ আরও নামকরা অভিনেতারা। তবে তাঁদের চরিত্র নিয়ে এখনই স্পষ্ট কিছু জানানো হয়নি। ফলে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।
টলিপাড়ায় শোনা যাচ্ছে, ছবিতে রঞ্জিতকে দেখা যেতে পারে একেবারে আলাদা রূপে। অনেকেই বলছেন—শাহরুখ খানের ‘ডিয়ার জ়িন্দেগি’-তে যেমন তাঁকে আলিয়া ভট্টের পাশে ‘ফ্রেন্ড-ফিলোসফার-গাইড’ হিসেবে দেখা গিয়েছিল, তেমনই এক চরিত্রে থাকতে পারেন রঞ্জিত মল্লিক। অন্যদিকে, কোয়েলের চরিত্র ঘিরে জল্পনা চলছে—তিনি কি বাবার মেয়ে, নাকি দাদা-বোনের গল্পের নায়িকা? পরিচালক অবশ্য এখনও মুখ খোলেননি।
আরও পড়ুনঃ চন্দ্রের প্রতারণার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সোহিনী, আজ সেই স্বামীর সুরেই কটাক্ষ করছে কমলিনীকে! যাকে একদিন মাথা গোঁজার ঠাঁই দিয়েছিল কমলিনী, সে আজ বাড়ি থেকে তাড়াচ্ছে তাঁকেই! চন্দ্রর ছায়ায় কি বদলে গেল তার রূপ?
সব মিলিয়ে এখন টলিপাড়ায় গুঞ্জন দীপাবলির উৎসবেই আসছে রঞ্জিত-কোয়েলের নতুন ছবি। অফিসিয়ালি ঘোষণা এখনও হয়নি, তবে প্রযোজক রানে বৈঠকে যা বলেছেন, তাতে ছবির মুক্তির সম্ভাবনা প্রবল। দর্শকদের জন্য এটা যে এক বড় চমক হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই।