Skip to content
TollyGossip
  • Home
  • Entertainment
    • Bangla Serial
    • Tollywood
    • Bollywood
    • Hollywood
    • Webseries
    • Others
  • Viral
  • Trending
  • Food
  • Offbeat
  • Astrology
TollyGossip
  • Home
  • Entertainment
    • Bangla Serial
    • Tollywood
    • Bollywood
    • Hollywood
    • Webseries
    • Others
  • Viral
  • Trending
  • Food
  • Offbeat
  • Astrology

Tolly Gossip » Entertainment » Tollywood

Sabyasachi Chowdhury, Bamakhyapa, Jaisalmer Jomjomat, scriptwriter, away from social media, creative director, sabyasachi television comeback, bengali actor, new web series, non-glamorous life, introvert, সব্যসাচী চৌধুরী, বামাক্ষ্যাপা, জয়সালমীর জমজমাট, স্ক্রিপ্ট রাইটার, লেখক, সমাজ মাধ্যম থেকে দূরে, ক্রিয়েটিভ ডিরেক্টর, সব্যসাচীর টেলিভিশন প্রত্যাবর্তন, বাঙালি অভিনেতা, নতুন ওয়েব সিরিজ, গ্ল্যামারবিহীন জীবন

“আমার কেউ নেই, কোনওদিনই আর ফেরার পরিকল্পনা নেই”, “আমি পয়সার জন্য কাজ করি না, বরং কাজের জন্য পয়সা পাই”— প্রচারে নয়, অভিনয়ে বিশ্বাসী তিনি! জীবন নিয়ে অকপট সব্যসাচী!

Photo of author
Shreyasi
May 28, 2025

তিন বছর ধরে তিনি সমাজ মাধ্যমে নেই। তাঁর নেই কোনও ম্যানেজার, থাকেন না গ্ল্যামার পার্টিতে। অথচ তাঁর কাজ থেমে নেই একটুও। একেবারে নীরবভাবে নিজের মতো করে পথ হেঁটে চলেছেন অভিনেতা ‘সব্যসাচী চৌধুরী’ (Sabyasachi Chowdhury) , যাঁকে আমরা ‘বামাক্ষ্যাপা’ (Bamakhyapa) নামেই বেশি চিনি। এবার তাঁর নতুন সিরিজ ‘জয়সালমীর জমজমাট’ (Jaisalmer Jomjomat) মুক্তি পেতে চলেছে, আর সেই উপলক্ষে অভিনেতা ভাগ করে নিলেন নিজের জীবনের বহু অজানা কথা।

নিজের সমাজ মাধ্যম থেকে দূরে থাকার সিদ্ধান্তে মোটেও অনুতপ্ত নন তিনি। বরং এই বিচ্ছিন্নতা তাঁর জীবনে বাড়িয়েছে নিজের জন্য সময়, মনোযোগ এসেছে লেখাতেও। তিনি বলেন, “আর কখনই সেখানে ফেরার পরিকল্পনা নেই ” একসময়ের লেখার শখ এখন তাঁর পেশা হয়ে উঠছে। তিনি নিজেই লিখেছেন তাঁর নতুন সিরিজের একাংশের স্ক্রিপ্ট। তিনি জানালেন, কিছু গল্প না জানিয়ে অন্যেরা ব্যবহার করায় প্রথমে হতাশ হয়েছিলেন, তবে পরে উপলব্ধি করেন, ভালো লিখলেই তো এমন হয়!

বর্তমানে তিনি শুধু অভিনেতাই নন, এখন তিনি স্ক্রিপ্ট রাইটার এবং ক্রিয়েটিভ ডিরেক্টরও। ‘হোঁদল’ নামক ছোট রেস্তোরাঁ আছে , যেটি সৌরভ দাসের সঙ্গে মিলে শুরু করেছিলেন। এখনও সেখানে সময় পেলেই যান। ছোটবেলা থেকেই খুবই চাপা স্বভাবের মানুষ সব্যসাচী তথাকথিত অবসর সময় কাটান গেম খেলে! তিনি নিজের কাজেই বিশ্বাসী। এদিন বললেন, “আমি পয়সার জন্য কাজ করি না, বরং কাজের জন্য পয়সা পাই।” প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করেন সব্যসাচী।

Sabyasachi Choudhury, Actor, Ramprasad, Bhaktir Sagar, Bengali Serial, Star Jalsha, স্টার জলসা, বাংলা সিরিয়াল, সব্যসাচী চৌধুরী, ভক্তির সাগর

কোনও পিআর ম্যানেজার নেই, রিলস করেন না, মাচা শো থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন বহু আগেই। তাঁর মতে, প্রতিটি কাজের পিছনে থাকা উদ্দেশ্যটাই মুখ্য, শুধুমাত্র অর্থের লোভে কিছু করা তাঁর পক্ষে সম্ভব নয়। নিজেকে অভিনেতা বলেই মানেন তিনি, স্টার বা হিরো নয়। সব্যসাচী নিজেকে ‘হার্ডকোর হিরো মেটেরিয়াল’ মনে করেন না। তিনি জানেন, কোন চরিত্র তাঁর দ্বারা সম্ভব আর কোনটা নয়, নিজের সীমাবদ্ধতাকে চিনে নেওয়াই আসল শক্তি।

সব্যসাচী জানেন কোথায় থামতে হবে। আর এই সাবলীল, সংযত জীবনযাপনই তাঁকে বাঁচিয়ে রাখে হাজার শিল্পীর ভিড়ে নিজস্ব হয়ে। এখনও চেহারায় রয়েছে সেই পুরোনো বামাক্ষ্যাপার চাপ। তবে কি নিজেকে পাল্টাতে পছন্দ করেন না? সব্যসাচী জানান, খুব তাড়াতাড়ি বামাক্ষ্যাপা হয়ে ফিরে আসছেন, সেই কারণেই এখনও ধরে রেখেছেন আগের লুক। অনেকে ধারাবাহিকের অফার পাচ্ছেন নিয়মিত, সেই কথাও জানান তিনি কিন্তু কোনোটাই করতে পারছে না।

কারণ প্রথমত এই মুহূর্তে হতে রয়েছে বেশ কয়েকটি কাজ, আর নিজেকে কিছু বিশেষ ধরনের চরিত্রের বাইরে দেখতে পছন্দ করেন না। তিনি বললেন,”ভিক্টোরিয়ার সামনে অভিনেত্রীর সঙ্গে নাচতে হলে, সেটা আমার পক্ষে সম্ভব না। তবে এদিন তিনি জানালেন টেলিভিশনে ধারাবাহিকে আপাতত ফিরছেন না। তবে ভবিষ্যতে নিজেকে মানানসই কোনও চরিত্রে দেখলে ফিরতে পারেন, এই সম্ভাবনাও উড়িয়ে দেননি। তাঁকে প্রশ্ন করা হয়, বর্তমানে কি একাকী জীবন কাটাচ্ছেন?

তিনি সোজা উত্তরে জানান, “একদম! আমি একা, আমার কেউ নেই।” তিন বছর আগের ওই ঘনাটা ঘটার পড় অভিনয় থেকে দূরে ছিলেন, কিন্তু এখন সবটা কাটিয়ে এবার অভিনয়ে ফিরে এসেছেন। এই নিয়ে লোকে অনেককিছু মন্তব্য করে, কেমন লাগে সেটা নিয়ে? — প্রশ্ন করা হয়। খুবই দৃঢ় ভাবে উত্তর দেন,”নিজের ব্যাক্তিগত বিষয়ে আলোচনা করা এখন ছেড়ে দিয়েছি। দিনের শেষে জীবনটা সবার ব্যক্তিগত। তাই দশ রকম লোক কি বলল সেটা নিয়ে প্রভাবিত না হয়ে, নিজের মতো করে জীবন চলায় শ্রেয়।

আরও পড়ুনঃ ১৪ বছর পর আবার‌ও একফ্রেমে অর্চি-বাহা! ‘ইষ্টি কুটুম’ স্মৃতি ফিরিয়ে আনলেন ঋষি-সুদীপ্তা! নস্টালজিয়া উসকে ফের কি দুজনকে একসঙ্গে দেখা যাবে নতুন ধারাবাহিকে?

কারোর জীবনে সবসময় ভালো বা খারাপ থাকে না জীবন পরিবর্তনশীল। ভালোটা হলেও যেমন সকালে উঠে কাজে যেতে হবে, খারাপটা হলেও তাই।” ব্যক্তিগত জীবনে অনেক কিছু সহ্য করে আবার উঠে দাঁড়িয়েছেন তিনি। জীবনের ক্ষতগুলো ভুলে নয়, বরং সঙ্গে নিয়েই পথ চলছেন। অভিনয় হোক বা লেখালিখি, সব্যসাচী যেন টলিউডে এক ‘শব্দহীন ব্যতিক্রম’ নাম। আপনাদের কেমন লাগে সব্যসাচীকে?

Categories Tollywood Tags away from social media, bamakhyapa, Bengali actor, creative director, introvert, Jaisalmer Jomjomat, new web series, non-glamorous life, sabyasachi Chowdhury, sabyasachi television comeback, scriptwriter, ক্রিয়েটিভ ডিরেক্টর, গ্ল্যামারবিহীন জীবন, জয়সালমীর জমজমাট, নতুন ওয়েব সিরিজ, বাঙালি অভিনেতা, বামাক্ষ্যাপা, লেখক, সব্যসাচী চৌধুরী, সব্যসাচীর টেলিভিশন প্রত্যাবর্তন, সমাজ মাধ্যম থেকে দূরে, স্ক্রিপ্ট রাইটার
---Advertisement---

সেরা খবর

‘জিতছে তো ভোটচুরি করে! পশ্চিমবঙ্গে কিছুই করতে পারবে না পদ্ম শিবির! সবদিকে মূর্খ রাজনীতিকে ভর্তি!’- নচিকেতা

November 11, 2025

আ’ত্মহ’ত্যার নামে বুবলাইয়ের প্রতারণা! ঘুমের ওষুধ খেয়ে ম’রার চেষ্টা নয়, সবটাই ছিল মায়ের ফুলশয্যা থামাতে সাজানো নাটক! চিকিৎসকের মুখে ফাঁস নোং’রা ষড়’যন্ত্র, খুলল বর্ষা- বুবলাইয়ের মুখোশ

November 11, 2025

এখন‌ও প্রাণ রয়েছে, মে’রে ফেলবেন না! ধর্মেন্দ্র এখন অনেকটাই ভালো, মৃ’ত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো! ‘এভাবে গুজব ছড়ানো বন্ধ করুন’ কঠোর বার্তা পরিবারের

November 11, 2025
Swaralipi Chatterjee, Mir Afsar Ali, How Mau Khau Zee Bangla, Offensive Comment, Objectifying Comment, Tollywood, Women Dignity, Sexual Harassment, Bold Protest, Bengali Actress, Bengali Television, Self-respect, স্বরলিপি চট্টোপাধ্যায়, মীর আফসার আলি, হাউ মাউ খাউ রিয়েলিটি শো, অপমানজনক মন্তব্য, টলিউড, নারী সম্মান, যৌন হেনস্তা, সাহসী প্রতিবাদ, বাঙালি অভিনেত্রী, বাংলা টেলিভিশন, আত্মসম্মান

“তোর বু’কগুলো আমায় খুলে দে না, লাগিয়ে নিই!”— মীরের অপমানজনক মন্তব্যে সেদিন রুখে দাঁড়িয়েছিলেন স্বরলিপি চট্টোপাধ্যায়! নিজের আত্মসম্মান রক্ষায় মুখ খুললেও জুটেছিল বিদ্রুপ! এতদিন বাদে সবটা খোলসা করলেন তিনি!

November 11, 2025

“অভিনেত্রীরা রাজনীতিতে এসে গায়ে হওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়!” “রাজনীতি কোনও ফ্যাশন নয়, এটা মানুষের জন্য লড়াই করার জায়গা…বিলাসিতা এখানে টেকে না!”— রাজনীতিতে আসা অভিনেত্রীদের সরাসরি খোঁচা সাংসদ-অভিনেত্রী সায়নী ঘোষের!

November 10, 2025

বিয়ের পর অন্তঃসত্ত্বা অবস্থাতেই বুঝেছিলেন স্বামী সৌম্য পরকীয়া আসক্ত! মেয়ের জন্মের ১১ দিন পর থেকেই খবর নেননি বাবা! অকপট স্বরলিপি

November 10, 2025

© Tolly Gossip | All rights reserved

Privacy Policy | Disclaimer | About Us | Contact Us | Advertise | Editorial Policy | Funding | Correction | Terms & Conditions

  • Home
  • Entertainment
    • Bangla Serial
    • Tollywood
    • Bollywood
    • Hollywood
    • Webseries
    • Others
  • Viral
  • Trending
  • Food
  • Offbeat
  • Astrology