তিন বছর ধরে তিনি সমাজ মাধ্যমে নেই। তাঁর নেই কোনও ম্যানেজার, থাকেন না গ্ল্যামার পার্টিতে। অথচ তাঁর কাজ থেমে নেই একটুও। একেবারে নীরবভাবে নিজের মতো করে পথ হেঁটে চলেছেন অভিনেতা ‘সব্যসাচী চৌধুরী’ (Sabyasachi Chowdhury) , যাঁকে আমরা ‘বামাক্ষ্যাপা’ (Bamakhyapa) নামেই বেশি চিনি। এবার তাঁর নতুন সিরিজ ‘জয়সালমীর জমজমাট’ (Jaisalmer Jomjomat) মুক্তি পেতে চলেছে, আর সেই উপলক্ষে অভিনেতা ভাগ করে নিলেন নিজের জীবনের বহু অজানা কথা।
নিজের সমাজ মাধ্যম থেকে দূরে থাকার সিদ্ধান্তে মোটেও অনুতপ্ত নন তিনি। বরং এই বিচ্ছিন্নতা তাঁর জীবনে বাড়িয়েছে নিজের জন্য সময়, মনোযোগ এসেছে লেখাতেও। তিনি বলেন, “আর কখনই সেখানে ফেরার পরিকল্পনা নেই ” একসময়ের লেখার শখ এখন তাঁর পেশা হয়ে উঠছে। তিনি নিজেই লিখেছেন তাঁর নতুন সিরিজের একাংশের স্ক্রিপ্ট। তিনি জানালেন, কিছু গল্প না জানিয়ে অন্যেরা ব্যবহার করায় প্রথমে হতাশ হয়েছিলেন, তবে পরে উপলব্ধি করেন, ভালো লিখলেই তো এমন হয়!
বর্তমানে তিনি শুধু অভিনেতাই নন, এখন তিনি স্ক্রিপ্ট রাইটার এবং ক্রিয়েটিভ ডিরেক্টরও। ‘হোঁদল’ নামক ছোট রেস্তোরাঁ আছে , যেটি সৌরভ দাসের সঙ্গে মিলে শুরু করেছিলেন। এখনও সেখানে সময় পেলেই যান। ছোটবেলা থেকেই খুবই চাপা স্বভাবের মানুষ সব্যসাচী তথাকথিত অবসর সময় কাটান গেম খেলে! তিনি নিজের কাজেই বিশ্বাসী। এদিন বললেন, “আমি পয়সার জন্য কাজ করি না, বরং কাজের জন্য পয়সা পাই।” প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করেন সব্যসাচী।
কোনও পিআর ম্যানেজার নেই, রিলস করেন না, মাচা শো থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন বহু আগেই। তাঁর মতে, প্রতিটি কাজের পিছনে থাকা উদ্দেশ্যটাই মুখ্য, শুধুমাত্র অর্থের লোভে কিছু করা তাঁর পক্ষে সম্ভব নয়। নিজেকে অভিনেতা বলেই মানেন তিনি, স্টার বা হিরো নয়। সব্যসাচী নিজেকে ‘হার্ডকোর হিরো মেটেরিয়াল’ মনে করেন না। তিনি জানেন, কোন চরিত্র তাঁর দ্বারা সম্ভব আর কোনটা নয়, নিজের সীমাবদ্ধতাকে চিনে নেওয়াই আসল শক্তি।
সব্যসাচী জানেন কোথায় থামতে হবে। আর এই সাবলীল, সংযত জীবনযাপনই তাঁকে বাঁচিয়ে রাখে হাজার শিল্পীর ভিড়ে নিজস্ব হয়ে। এখনও চেহারায় রয়েছে সেই পুরোনো বামাক্ষ্যাপার চাপ। তবে কি নিজেকে পাল্টাতে পছন্দ করেন না? সব্যসাচী জানান, খুব তাড়াতাড়ি বামাক্ষ্যাপা হয়ে ফিরে আসছেন, সেই কারণেই এখনও ধরে রেখেছেন আগের লুক। অনেকে ধারাবাহিকের অফার পাচ্ছেন নিয়মিত, সেই কথাও জানান তিনি কিন্তু কোনোটাই করতে পারছে না।
কারণ প্রথমত এই মুহূর্তে হতে রয়েছে বেশ কয়েকটি কাজ, আর নিজেকে কিছু বিশেষ ধরনের চরিত্রের বাইরে দেখতে পছন্দ করেন না। তিনি বললেন,”ভিক্টোরিয়ার সামনে অভিনেত্রীর সঙ্গে নাচতে হলে, সেটা আমার পক্ষে সম্ভব না। তবে এদিন তিনি জানালেন টেলিভিশনে ধারাবাহিকে আপাতত ফিরছেন না। তবে ভবিষ্যতে নিজেকে মানানসই কোনও চরিত্রে দেখলে ফিরতে পারেন, এই সম্ভাবনাও উড়িয়ে দেননি। তাঁকে প্রশ্ন করা হয়, বর্তমানে কি একাকী জীবন কাটাচ্ছেন?
তিনি সোজা উত্তরে জানান, “একদম! আমি একা, আমার কেউ নেই।” তিন বছর আগের ওই ঘনাটা ঘটার পড় অভিনয় থেকে দূরে ছিলেন, কিন্তু এখন সবটা কাটিয়ে এবার অভিনয়ে ফিরে এসেছেন। এই নিয়ে লোকে অনেককিছু মন্তব্য করে, কেমন লাগে সেটা নিয়ে? — প্রশ্ন করা হয়। খুবই দৃঢ় ভাবে উত্তর দেন,”নিজের ব্যাক্তিগত বিষয়ে আলোচনা করা এখন ছেড়ে দিয়েছি। দিনের শেষে জীবনটা সবার ব্যক্তিগত। তাই দশ রকম লোক কি বলল সেটা নিয়ে প্রভাবিত না হয়ে, নিজের মতো করে জীবন চলায় শ্রেয়।
আরও পড়ুনঃ ১৪ বছর পর আবারও একফ্রেমে অর্চি-বাহা! ‘ইষ্টি কুটুম’ স্মৃতি ফিরিয়ে আনলেন ঋষি-সুদীপ্তা! নস্টালজিয়া উসকে ফের কি দুজনকে একসঙ্গে দেখা যাবে নতুন ধারাবাহিকে?
কারোর জীবনে সবসময় ভালো বা খারাপ থাকে না জীবন পরিবর্তনশীল। ভালোটা হলেও যেমন সকালে উঠে কাজে যেতে হবে, খারাপটা হলেও তাই।” ব্যক্তিগত জীবনে অনেক কিছু সহ্য করে আবার উঠে দাঁড়িয়েছেন তিনি। জীবনের ক্ষতগুলো ভুলে নয়, বরং সঙ্গে নিয়েই পথ চলছেন। অভিনয় হোক বা লেখালিখি, সব্যসাচী যেন টলিউডে এক ‘শব্দহীন ব্যতিক্রম’ নাম। আপনাদের কেমন লাগে সব্যসাচীকে?