‘বিজেপি নারীবিদ্বেষী সংগঠন, ওখানে নারীর সম্মান নেই বলেই রাজনীতি ছেড়েছি, তার শাস্তিই হয়ত এখনও ভুগছি!’— রাজনীতি ছেড়ে আজও কাজহীন রূপা রাই ভট্টাচার্য! কাজহীনতার মাঝেও রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে বিস্ফো’রক অভিনেত্রী!

বিজেপি ছেড়েছেন অনেক দিন, রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন অভিনেত্রী রূপা রাই ভট্টাচার্য। কিন্তু রাজনৈতিক মঞ্চ ছাড়ার পর যেন তাঁর জীবনে থমকে গেছে কাজের গতি। একসময় টলিউডে নিয়মিত মুখ হলেও, এপ্রিলের পর থেকে একটিও নতুন কাজ পাননি তিনি। নিজের অবস্থাটা নিয়ে খোলাখুলি কথাও বলেছেন রূপা — “ওটাই ছিল আমার শেষ কাজ। তার পর থেকে সিরিজ়, বড় পর্দা বা ছোটপর্দা— কোথাও থেকে কোনও ডাক আসেনি,” বললেন অভিনেত্রী।

প্রতীম ডি গুপ্তর ছবি ‘রান্নাবাটি’-এর বিশেষ প্রদর্শনীতে দেখা গিয়েছিল তাঁকে। সেখানেই তাঁর সঙ্গে কথায় কথায় উঠে আসে জীবনের এই কঠিন সময়ের কথা। অনেকেই মনে করেন, একদা পদ্মশিবিরে যোগ দেওয়ার ফলেই আজ কাজের অভাব রূপার জীবনে। এই প্রসঙ্গে রূপার প্রশ্ন, “যদি রাজনৈতিক কারণেই কাজ বন্ধ হয়, তা হলে বাকিরা কাজ পাচ্ছেন কেন?”

তিনি জানান, টলিউডে আরও বেশি কাজ এবং লগ্নির আশায়ই একসময় রাজনীতিতে যোগ দিয়েছিলেন তিনি এবং তাঁর সমসাময়িক কয়েকজন শিল্পী। কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি। তাই দল ছেড়ে সরে আসেন সবাই। রূপাঞ্জনা মিত্রের মতো সমসাময়িক কেউ কেউ আবার ফিরেছেন শাসকদলে। রূপাও কি ভাবছেন ‘ঘর ওয়াপসি’? প্রশ্নের জবাবে তিনি দৃঢ়, “আমি আর রাজনীতিতে ফিরব না। কাজ চাই, কিন্তু দলে ঘুরে বেড়ানোর ইচ্ছে নেই।”

আরও পড়ুনঃ “কমলিনী স্বতন্ত্র বা তার ভালোবাসার যোগ্যই না, অত্যন্ত স্বার্থপর এবং আত্মসুখী!” “বুবলাইয়ের মতো অসভ্য ছেলের জন্য যে ব্যবহার করছে স্বতন্ত্রের সঙ্গে, সেটা মানা যাচ্ছে না!”— তীব্র ক্ষোভে ‘চিরসখা’র দর্শকরা! প্রশ্ন উঠছে, কমলিনীকে সামাজিক স্বীকৃতি দেওয়াই কি স্বতন্ত্রর ভুল হয়েছে?

তবে বন্ধুর পদক্ষেপে আপত্তি নেই তাঁর। বরং রূপাঞ্জনাকে সমর্থন জানিয়ে রূপার মন্তব্য, “ও একদম সঠিক কাজ করেছে। বিজেপি নারীবিদ্বেষী সংগঠন। ওখানে নারীর সম্মান নেই, সেটা বাইরে থেকে বুঝিনি।” নিজের জীবনের কঠিন বাস্তবের মাঝেও অকপটে রূপা বলেন, “বিয়ে করেছি বলেই বেঁচে গিয়েছি। একা হলে জানি না কী করতাম।”

এখন এক জ্যোতিষশাস্ত্র চ্যানেলের সঞ্চালক হিসেবে কাজ করছেন রূপা। সেটাই তাঁর আপাত রুজি-রোজগার। হাসতে হাসতে বলেন, “তা বলে হাতে আংটি পরে ভাগ্য ফেরানোর চেষ্টা করছি না। রত্ন কেনারও সামর্থ্য নেই।” তবু ভরসা হারাননি তিনি — “সময় এলে ঈশ্বরই সব ব্যবস্থা করবেন,” বললেন একসময়ের ব্যস্ত অভিনেত্রী, আজও আশা রাখেন, আবার আলোয় ফিরবেন পর্দায়।

You cannot copy content of this page