ঠাকুরদা, বাবা আর এখন মেয়ে! প্রজন্মের পর প্রজন্ম বিনোদন জগতের সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে চট্টোপাধ্যায় পরিবারের। বাংলার সিনেমা হোক বা সিরিয়াল সবটা জুড়েই জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেতা শুভেন্দু পুত্র শাস্বত।
বর্তমান ইন্ডাস্ট্রিতে শাশ্বত চট্টোপাধ্যায় হলেন অত্যন্ত পরিচিত মুখ। তবে, সময়ের কালে এই মুহূর্তে শোনা যাচ্ছে এই স্টুডিও পাড়ায় পা রাখতে চলেছে অভিনেতার একমাত্র কন্যা। শাশ্বতর মেয়ের নাম হিয়া। শোনা যাচ্ছে, রাহুল মুখোপাধ্যায়ের আগামী ছবির হাত ধরেই বড়ো পর্দায় আসতে চলেছে নবাগতা হিয়া।
আর, ছবির শুটিং শুরুর আগেই হিয়া শহরের এক সংবাদ মাধ্যমকে দিলেন এক বিশেষ সাক্ষাৎকার। সিনেমায় প্রথম অভিনয় করতে যাচ্ছে বলে খানিক ভয়ে রয়েছেন, বললেন হিয়া। জানালেন, বাবা বা দাদুর মতন অভিনয় করার যোগ্যতা এখন তাঁর নেই। অভিনেত্রী জানান ২০২৩ সালে স্নাতক পাস করার পর টানা দুই বছর দামিনি বেণী বসুর কাছ থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন।
বাবা সেলিব্রেটি বলে ছোটবেলা থেকেই শুটিং সেটে আনাগোনা রয়েছে হিয়ার। তবে, ছোটবেলার স্মৃতিচারণা করে বললেন নামী স্কুলে পড়ার সুবিধা পেলেও আর বাকি পাঁচটা ছেলে মেয়ের মতোই সাধারণভাবে বড় হয়েছে তিনি। বাবা যেহেতু টলিউডের নাম জাদা অভিনেতা সেহেতু কোন সুযোগ-সুবিধা রয়েছে কিনা এই প্রসঙ্গে উঠতেই হিয়া স্পষ্টভাবে জানিয়ে দেয়, কোন আলাদা সুযোগ সুবিধা তিনি পাবে না। নিজের দক্ষতায় এবং পরিশ্রমে পায়ের তলার মাটি শক্ত করতে হবে।
সিনেমা করার জন্য কে সিদ্ধান্ত নিয়েছিল? এই প্রশ্ন জিজ্ঞাসা করায় হিয়া বললেন, প্রাথমিকভাবে অভিনেত্রী এবং তার মাইক স্ক্রিপ্ট শুনতে গিয়েছিল। আর সেখানেই আদ্যপ্রান্ত প্রেমের এক গল্প শুনে মনে মনে এই সিনেমা অভিনয় করার ইচ্ছা তৈরি হয়েছিল তার। কিন্তু, পরে বাবারও অনুমতি পাওয়ায় হ্যা বলে দেয় শাশ্বতকন্যা।
কথায় কথায় হিয়া জানান, ইন্ডাস্ট্রিতে বন্ধু বলতে রয়েছে মিশুক, সারা আরও অনেকে। সারা মডেলিং করছে বলতেই হিয়া বলল, তাঁর বরাবরই ইচ্ছা অভিনয়ে তাই সেইদিকেই সে মনোযোগ দিতে চায়। আগামী ৫বছরে নিজেকে কোথায় দেখতে চায়? জিজ্ঞাসা করলে শাস্বতকন্যা বলে, “নিজের এমন একটা জার্নি চাই, যাতে পিছন ফিরে তাকালে মনে হয় এই তো, ভালই তো চলছে সব কিছু”।
আরও পড়ুনঃ শুভর সঙ্গে মোহনার চলছে অদৃশ্য লড়াই! আদির স্মৃতি ফেরাতে মরিয়া শুভলক্ষী! আদৌ কী ফিরবে আদৃতের স্মৃতি?
অবশেষে, নেপোটিজম ব্যাপারটাকে আগামী দিনে কীভাবে দেখবেন? এই প্রশ্ন জিজ্ঞাসা করায় তিনি বললেন, “এখন আমি সত্যিই এগুলো নিয়ে ভাবতেই চাই না। নিজের অভিনয়টা নিয়ে ভাবতে চাই। জানি আমার কাছ থেকে দর্শকের আশা থাকবে। তাই নিজেকে তৈরি করার দিকেই মন দিচ্ছি। পরে কী হবে সেটা দেখা যাবে”।