প্রেমিকা যাচ্ছে আর আসছে! দেবচন্দ্রিমা-প্রিয়াঙ্কার পর কিরণ‌ও হাত ছাড়ল?টলিউডের ‘ব্রেকআপ গুরু’ সায়ন্ত!

টলিউডের (Tollywood) সুদর্শন অভিনেতা ও জনপ্রিয় ইউটিউবার সায়ন্ত মোদককে (Sayanta Modak) চেনেন না, এমন মানুষ কমই আছেন। তাঁর অভিনয় দক্ষতা ও মজাদার ইউটিউব কনটেন্ট দিয়ে তিনি দর্শকদের মন জয় করেছেন। তবে পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তিনি সমানভাবে চর্চায় রয়েছেন। বিশেষ করে, তাঁর প্রেমের সম্পর্ক ও ব্রেকআপগুলি নিয়ে টলিপাড়ায় গুঞ্জনের শেষ নেই।

সায়ন্তর প্রেমজীবন যেন টলিউডের ‘সাসপেন্স থ্রিলার’। প্রেমের শুরু, মাঝপথে টানাপোড়েন, আর শেষে ব্রেকআপ—এই চক্রেই যেন বন্দি তাঁর ব্যক্তিগত জীবন। প্রেমিকাদের তালিকাও নেহাত ছোট নয়। প্রথমে ছিলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। তাঁদের সম্পর্ক নিয়ে বেশ আলোচনা হলেও, শেষমেশ সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর শোনা যায়, অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা। তবে সেই সম্পর্কও টেকেনি বেশিদিন। এরপরে তার সম্পর্ক তৈরি হয় কিরণ মজুমদারের সঙ্গে কিন্তু শোনা যাচ্ছে সেটাও ভেঙে গেছে।

Sayanta Modak

 

টলিউডের ‘ব্রেকআপ স্পেশালিস্ট’ হিসেবে খ্যাতি পাওয়া সায়ন্তর এই সম্পর্কগুলির ভাঙনের পেছনে কারণ কী? কেউ বলেন, তাঁর ব্যস্ত কর্মজীবন এর জন্য দায়ী। আবার কেউ মনে করেন, ব্যক্তিত্বের সংঘাতই এই ভাঙনের মূল কারণ। তবে সায়ন্ত নিজে কখনই এসব নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তাঁর মতে, ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাকা উচিত।

আরও পড়ুনঃ “সাধুর গায়ের চিহ্ন দেখে তিলককে ধরে ফেলল কথা! অগ্নি-কথার জীবনে নতুন বিপদ! ” ‘কথা’তে টানটান উত্তেজনার পর্ব

তবে ভক্তরা কিন্তু হাল ছাড়েননি। তাঁরা এখনও আশায় আছেন, কবে তাঁদের প্রিয় অভিনেতা স্থায়ী সম্পর্কে আবদ্ধ হবেন। সায়ন্তর প্রেমজীবন নিয়ে মজার মজার মিমও তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেউ তাঁকে ‘টলিউডের ক্যাসানোভা’ বলছেন, তো কেউ বা ‘ব্রেকআপ গুরু’। তবে এসব নিয়ে সায়ন্তর ভাবনা একটাই—’যা রটে, তার কিছু তো বটে’।

শেষমেশ, সায়ন্তর প্রেমজীবন নিয়ে যতই আলোচনা হোক না কেন, তাঁর পেশাগত দক্ষতা ও সৃজনশীলতা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রেম আসবে যাবে, কিন্তু সায়ন্তর প্রতিভা ও পরিশ্রম তাঁকে টলিউডে স্থায়ী আসন দিয়েছে, যা কোনো ব্রেক আপই নাড়াতে পারবে না।