বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ ‘সায়ন্তনী মল্লিক’ (Sayantani Mullick)। হঠাৎ করেই আবারও আলোচনায় উঠে এলেন হাসপাতালের একটি ছবি ঘিরে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অভিনেত্রী যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে অসুস্থতার ছাপ। পাশে দাঁড়িয়ে রয়েছেন স্বামী ইন্দ্রনীল, আর তাঁকে জড়িয়ে ধরেই দাঁড়িয়ে আছেন সায়ন্তনী। ছবির সঙ্গে তিনি লিখেছেন, “তোমায় ছাড়া আমার আর বাঁচা সম্ভব হত না বর। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ।” কিন্তু কী এমন হয়েছে তাঁর?
সম্প্রতি সমাজ মাধ্যমে অভিনেত্রীর ভাগ করা ছবি দেখে, ভক্তদের অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন। জানা গেছে, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক শেষ হওয়ার পর সায়ন্তনী ছুটিতে ছিলেন। গত বুধবার হঠাৎই শরীরে অস্বাভাবিক অনুভূতি শুরু হয় তার মুহূর্তের মধ্যেই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন ‘ব্রেন স্ট্রোক’ হয়েছে তাঁর! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় সায়ন্তনীকে।
সায়ন্তনীর স্বামী ইন্দ্রনীল জানায় আগে থেকে কোনও অসুস্থতা ছিল না স্ত্রীর। কি করে এমনটা ঘটলো, তিনি এখনো বুঝতে পারছেন না। গত রবিবার হাসপাতাল থেকে খারাপ পেয়েছেন অভিনেত্রী। আগামী একমাস পুরোপুরি বেড রেস্টে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। চিন্তা প্রকাশ করে ইন্দ্রনীল আরও বলেন, “বাড়িতে এমনটা ঘটেছে বলে সামাল দেওয়া গেছে। শুটিং ফ্লোরে হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারতো।”
সায়ন্তনীর ভাগ করে নেওয়ার ছবি, ইন্দ্রনীল পুনরায় নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে এইসব জানান। ছবিতে ইন্দ্রনীলকে শক্ত করে ধরে রয়েছেন তিনি, পাশাপাশি ক্যাপশনে কয়েকটি শব্দেই যেন প্রকাশ পেয়েছে দাম্পত্যের টানাপোড়েনের মাঝেও একে অপরের প্রতি অগাধ ভালোবাসা। ভক্তরা স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন এই পোস্ট দেখে। অনেকেই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
আরও পড়ুনঃ গাঁটছড়ার স্মৃতি উস্কে ফের ছোট পর্দায় জুটিতে ফিরছেন গৌরব-শোলাঙ্কি! শারদীয়ার পরই টেলিপাড়ায় ফের দেখা যেতে চলেছে পছন্দের জুটিকে?
অভিনেত্রী এখন আপাতত বাড়িতেই বিশ্রামে আছেন। শারীরিকভাবে কিছুটা দুর্বল থাকলেও তাঁর পাশে ইন্দ্রনীলের উপস্থিতি ভরসা যোগাচ্ছে, এমনটাই মনে করছেন অনুরাগীরা। কাজ থেকে কিছুদিন দূরে থাকতে হলেও, এই সময়টা পরিবারের সঙ্গে কাটানোই এখন তাঁর কাছে সবচেয়ে জরুরি। সব মিলিয়ে, অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও তাঁর আন্তরিক বার্তা এবং দাম্পত্যের দৃঢ় বন্ধন সবার নজর কেড়েছে।