স্বামীর থেকে আলাদা থাকছেন অভিনেত্রী? ডিভোর্সের জল্পনায় মুখ খুললেন শ্রীপর্ণা রায়! স্বামীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে কি বললেন তিনি?

টলিউডে যেন একের পর এক সম্পর্ক ভাঙনের ধারা চলছে। একদিকে যখন একাধিক সেলেব দম্পতির দাম্পত্যে চিড় ধরার খবর প্রকাশ্যে আসছে, ঠিক তখনই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন ছোটপর্দার পরিচিত মুখ শ্রীপর্ণা রায়। ধারাবাহিকে তাঁর অভিনয় যেমন দর্শকের নজর কাড়ে, তেমনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলের শেষ নেই। আর সেই কৌতূহলকে ঘিরেই এখন জোরদার জল্পনা— তবে কি সত্যিই ভেঙে যাচ্ছে তাঁর বিয়ে?

সম্প্রতি শ্রীপর্ণার সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে চোখে পড়ে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তিনি মুছে ফেলেছেন স্বামীর সঙ্গে কাটানো সমস্ত মুহূর্তের ছবি। আগে যেখানে একাধিক ছবি ছিল দুজনের একান্ত সময় কাটানোর, সেখানে এখন যেন শূন্যতা। আর এখান থেকেই শুরু হয় গুঞ্জন— তবে কি সম্পর্কের অবনতি ঘটেছে? অনুরাগীদের একাংশ মনে করছেন, ব্যক্তিগত জীবনে বড় কোনও সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

শুধু সোশ্যাল মিডিয়ার পরিবর্তন নয়, আরও একটি কারণে এই জল্পনায় জ্বালানি যোগাচ্ছে নেটপাড়া। বিয়ের পরে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন শ্রীপর্ণা। এবার ফের এক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে ফিরেছেন তিনি। পাশাপাশি শোনা যাচ্ছে, অভিনেত্রী নাকি বর্তমানে স্বামীর থেকে আলাদা থাকছেন। যদিও বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু বলেননি কেউই, কিন্তু কিছু ঘটছে বলেই ধারণা করছেন অনেকে।

এই নিয়ে যখন চারদিকে জল্পনা তুঙ্গে, ঠিক তখনই অবশেষে এক সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয় শ্রীপর্ণাকে। তিনি বিষয়টি নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও বলেন, “বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। তাই এই নিয়ে কোনও মন্তব্য করব না।” যদিও সরাসরি না বললেও অনেকের মতে, তাঁর এই বক্তব্যেই যেন লুকিয়ে রয়েছে ইঙ্গিত।

আরও পড়ুনঃ স্বামীর একের পর এক সম্পর্কে বিধ্বস্ত! মেয়ের সামনেই মারধর! অবশেষে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পথে অভিনেত্রী স্বর্ণকমল দত্ত

তবে কি সত্যিই ২ বছরের দাম্পত্যে ইতি টানছেন শ্রীপর্ণা রায়? না কি শুধুই গুঞ্জন? অভিনেত্রীর কথায় একরকম ধোঁয়াশা থেকেই যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার পোস্ট, ব্যক্তিগত জীবন নিয়ে চুপচাপ থাকা, আবার অভিনয়ে ফিরে আসা— সব মিলিয়ে প্রশ্ন ঘোরাফেরা করছে অনুরাগীদের মনে। আপাতত স্পষ্ট কিছু না বললেও, আগামী দিনে হয়তো অভিনেত্রী নিজেই জানাবেন সত্যিটা। তার আগে পর্যন্ত জল্পনা কিন্তু থামছে না।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।