পুরীর জগন্নাথ ধামে অভিনয় করতে গিয়ে কেঁদে ফেললেন সৃজিতের ‘বিনোদিনী’ শুভশ্রী! আবেগাপ্লুত হয়ে জানালেন মনের কথা! এটি কি শুভশ্রীর জীবনের সেরা চরিত্র? কি বললেন ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নিয়ে অভিনেত্রী?

পুরীর পবিত্র জগন্নাথ (Puri Jagannath Dham) ধামে এখন তুমুল ব্যস্ততা। চলছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র (Lawho Gouranger Naam Re) গুরুত্বপূর্ণ অংশের শুটিং। জগন্নাথ দর্শন থেকে পুজো, ধ্বজা ওড়ানো, ভোগ প্রসাদ— সব কিছু সম্পন্ন হয়েছে পরম ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন ‘শুভশ্রী গঙ্গোপাধ্যায়’ (Subhashree Ganguly) , যিনি দীর্ঘদিন ধরে জগন্নাথ দেবের ভক্ত। এবার সেই দেবতার মন্দির চত্বরে দাঁড়িয়ে চরিত্রে ডুবে অভিনয় করা, তাঁর কাছে যেন স্বপ্নপূরণের মুহূর্ত।

শুভশ্রীর অনুভবের গভীরতা এতটাই প্রবল যে, পুরনো গানের সুর কানে যেতেই চোখ ভিজে এল। এই আবেগ যেন শুধুই অভিনয়ের নয়, চরিত্রের সঙ্গে আত্মিক সংযোগের বহিঃপ্রকাশ। বারবার এমনই হয়েছে তাঁর সঙ্গে— চরিত্রে ঢুকলেই নিজেকে আর ধরে রাখতে পারেন না। সংবাদমাধ্যমের তরফে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্পষ্ট উত্তর, “আমি এমনই— ভিতর থেকে করি সবকিছু, তাই অভিনয়ের সময় চোখে জল আনতে কোনও গ্লিসারিন লাগে না, নিজেই এসে যায়।”

এই বক্তব্যেই স্পষ্ট, অভিনয় তাঁর কাছে নিছক কাজ নয়, এক গভীর আত্মার সমর্পণ। এই সিনেমার শুটিং উপলক্ষে এখন পুরীতে ভিড় জমিয়েছেন টলিউডের একঝাঁক তারকা। ছবির সঙ্গে যুক্ত রয়েছেন প্রযোজক রানা সরকার, অভিনেতা তথা মন্ত্রী ব্রাত্য বসু, সুরকার-পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, অভিনেতা-অভিনেত্রী ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, সুস্মিতা চট্টোপাধ্যায়, দিব্যজ্যোতি দত্ত, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দেবদূত ঘোষ এবং যিশু সেনগুপ্ত। ছবির একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য চিত্রায়িত হচ্ছে পুরীর বিভিন্ন অংশে।

বিশেষ করে জগন্নাথ মন্দিরের দৃশ্য— যেখানে ‘বিনোদিনী’ শুভশ্রী আর ‘গিরিশ ঘোষ’ ব্রাত্য বসু একসঙ্গে হাজির। শুভশ্রীর গেটআপও এই ছবিতে একেবারে সাবেকি। জরিপাড় বালুচরি শাড়ি, প্রাচীন অলংকারে সজ্জিত, বড় বিনুনি ও সোনালি কাঁটায় সাজানো খোঁপা— সব মিলিয়ে এক ঐতিহ্যবাহী লুকে দেখা মিলছে তাঁকে। পরিচালকের প্রশংসাও কুড়িয়েছেন অভিনেত্রী। সৃজিতের মুখে প্রশংসা শুনে তিনি জানিয়েছেন, এই চরিত্র তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

আরও পড়ুনঃ রবীন্দ্রনাথের পর এবার সত্যজিৎ রায়! ইউনূসের নেতৃত্বে ভাঙা পড়ছে কিংবদন্তির পৈতৃক ভিটে! বাঙালির সংস্কৃতিতে ফের আঘাত বাংলাদেশের! প্রশ্নের মুখে দুই বাংলার সংস্কৃতি সংরক্ষণ!

কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তাঁকে এই চরিত্রে ভাবার জন্য। ইতিমধ্যেই ছবির কিছু দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে কলকাতার মিনার্ভা থিয়েটারে, যেখানে শুভশ্রীকে দেখা গেছে শ্রীচৈতন্যের বেশে। সেই দৃশ্যেও তাঁর সঙ্গে অভিনয় করেছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। শুভশ্রী নিজে জানিয়েছেন, প্রতিটি চরিত্রে তিনি নিজের মধ্যে এক নতুন মানুষকে খুঁজে পান, আর ‘বিনোদিনী’র ক্ষেত্রেও সেটাই হচ্ছে। অভিনয়ের এই যাত্রাপথে তিনি নিজেকে আরও সমৃদ্ধ করছেন বলে মনে করেন।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।