প্রকাশ্যে অভিনেত্রীকে প্রেম দিবসের শুভেচ্ছা গায়ক শোভনের! পাল্টা অভিনেত্রী যা বললেন…
প্রেমের জোয়ারে ভেসে গিয়েছে গোটা বিশ্ব। আজ ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ প্রেমের দিন। এদিন অনেকেই সাহস করে তার মনের কথা বলে ফেলেন পছন্দের মানুষকে। আবার যদি ইতিমধ্যে সম্পর্কে রয়েছেন তারা সম্পর্ককে নতুন ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। এর মধ্যে শামিল গায়ক শোভন গাঙ্গুলি। খোলামেলা প্রেমিকাকে শুভেচ্ছা জানালেন এই বিশেষ দিনের জন্যে।
শোভন এবং অভিনেত্রী স্বস্তিকা দত্ত যে সম্পর্কে রয়েছেন তা আর কারুর অজানা নয়। তাঁরা দুজনেই একে অপরের সঙ্গে বিভিন্ন সময়ে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তাহলে এমন সুন্দর দিনটিও বাদ যায় কেন? যেমন ভাবা তেমন কাজ। প্রেমিকা স্বস্তিকাকে সোশ্যাল মিডিয়ায় ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা জানালেন প্রেমিক এবং গায়ক শোভন। রাত বারোটা বাজতেই প্রেমিকা তথা স্বস্তিকা দত্তর উদ্দেশ্যে আদুরে পোস্ট করেন গায়ক শোভন। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার সঙ্গে একটি ছবির কোলাজ পোস্ট করেন তিনি। তার আবহে বাজছে একটি মিষ্টি প্রেমের গান। জুটির একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ভেসে উঠেছে তাতে। সেই ভিডিও রিল আকারে আবার শেয়ার করে শোভন লিখেছেন, ‘শুভ প্রেম দিবস।’ তার সঙ্গে স্বস্তিকাকে সেখানে ট্যাগ করেছেন শোভন।
প্রেমিকের এমন সুন্দর পোস্ট দেখতে পেয়েই নায়িকা কমেন্ট করলেন। ‘মার খাবি?’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। অর্থাৎ মজার ছলেই তিনি উত্তর দিয়েছেন। প্রেমিকের এমন মিষ্টি শুভেচ্ছা বার্তা কি ফিরিয়ে দেওয়া যায়? তাই তো আদরে তা গ্রহণ করলেন স্বস্তিকা।
View this post on Instagram