ডিভোর্সের পরেও মিস করেন ‘কুটনি বৌদি’ ডাক! আবার একসাথে থাকার ইঙ্গিত দিলেন অভিনেত্রী সুস্মিতা?

টলিপাড়ায় সম্পর্ক, বিচ্ছেদ, এবং পুনর্মিলনের গুঞ্জন নতুন কিছু নয়। বহুবার দেখা গিয়েছে, ক্যামেরার ঝলকের আড়ালে ব্যক্তিগত জীবনেও নাটকীয় মোড় নিচ্ছেন তারকারা। এমনই এক অভিনেত্রী সুস্মিতা রায়। একসময় যিনি ছিলেন অভিনেতা সায়ক চক্রবর্তীর ‘বৌদি’। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে গিয়েছে সম্পর্কের সমীকরণ। ডিভোর্স হয়েছে বহু আগেই, তবে এখনও সাধারণ দর্শকের কৌতূহলের কেন্দ্রে এই প্রাক্তন দম্পতি।

ডিভোর্সের পরেও কোনও কাদা ছোড়াছুড়ি হয়নি তাঁদের মধ্যে। বরং বহু সাক্ষাৎকারেই সুস্মিতা জানিয়েছেন, তাঁদের আলাদা হওয়ার পেছনে পারস্পরিক বোঝাপড়ার অভাব বা কলহ নয়, বরং কিছু অভ্যন্তরীণ সমস্যা কাজ করেছে। একে অপরের প্রতি এখনও রয়ে গিয়েছে সম্মান এবং সহানুভূতি। আর সেই কারণেই, বিচ্ছেদের পরেও তাঁদের নাম ঘিরে আলোচনা থামেনি।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা খোলাখুলি বলেন তাঁর বর্তমান মানসিকতা নিয়ে। জানান, ডিভোর্স নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। বরং তিনি এখন আত্মসম্মানের মূল্য বোঝেন এবং আবেগে ভেসে যাওয়া থেকে নিজেকে সাবধানে রাখেন। সুস্মিতা স্পষ্ট করে বলেন, “যা হওয়ার ছিল তা হয়ে গিয়েছে। আমি এখন অনেক বেশি শক্তিশালী।”

সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, ‘কুটনি বৌদি’ ডাকটা কি মিস করেন? উত্তরে আবেগঘন হয়ে বলেন, “হ্যাঁ, একটু তো মিস করি। কারণ ভালো তো বাসি, ভালো এখনো বাসি পরিবারের মানুষগুলোকে। সেইগুলো তো ভোলা যায় না।” এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। জানিয়েছেন, তাঁদের দুই পরিবারের মধ্যে আজও কোনও তিক্ততা নেই। বরং বাইরের কিছু মানুষের মন্তব্যেই কখনও কখনও অস্বস্তি তৈরি হয়।

আরও পড়ুনঃ বিখ্যাত স্টুডিওতে ভয়াবহ অ’গ্নিকাণ্ড, পু’ড়ে ছাই ‘বুলেট সরোজিনী’-র সেট! বি’ধ্বংসী আ’গুন থেকে অল্পের জন্য রক্ষা পেলেন কলাকুশলীরা! অ’গ্নিকাণ্ডে বিপর্যস্ত টলিউড, তদন্তে নামল দমকল!|

সবচেয়ে চমকপ্রদ প্রশ্নটি করা হয় সাক্ষাৎকারের শেষে—যদি আবার সুযোগ আসে, তাহলে কি তিনি সম্পর্ক জোড়া লাগাতে রাজি? প্রশ্ন শুনে প্রথমে থমকে যান সুস্মিতা। কিছুক্ষণ চুপ করে থাকার পর হালকা হাসি দিয়ে বলেন, “সেটা নিয়ে তো আমরা কেউ ভাবিনি। এরকম কিছু হলে তো তোমরা সোশ্যাল মিডিয়ায় জানতেই পারবে।” তাঁর এই কথায় নেটিজেনদের কৌতূহল বেড়েছে কয়েকগুণ। এই সাক্ষাৎকার সামনে আসতেই শুরু হয়েছে নতুন করে জল্পনা। তবে কি তাঁদের সম্পর্কের গল্পে আবার আসতে চলেছে নতুন মোড়? আপাতত সেই উত্তর ভবিষ্যতের হাতেই।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।