এক ধাক্কায় ১৩৭ থেকে ৩৪! বাড়ছে খরচ, কমছে বাংলা ছবির সংখ্যা! অস্তিত্ব সংকটে টলিউড

বাংলা বিনোদন জগতের কেন্দ্রবিন্দু টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি (Tollywood Film Industry)-র বর্তমান পরিস্থিতি সংকটময়। মাত্র কয়েক বছর আগের কথা, সে সময় বছরে শয়ে শয়ে ছবি মুক্তি পেত এখান থেকেই। যত সময় এগোচ্ছে ক্রমশই কমছে মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা। ঘটনার তীর ঘুরছে বেশ কিছু বিষয়ের দিকেই। টলিউড ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতিতে আশঙ্কার মেঘ দেখছেন পরিচালক ও কলাকুশলীরা। সময়ের কাঁটায় অস্তিত্বের জন্য লড়ছে টলিউড।

দিন দিন জৌলুস হারাচ্ছে টলিউড?

২০২২ সালেও সংখ্যাটা ছিল একশোর ওপরে। ১৭০টি ছবি মুক্তি পেয়েছিল সে বছর। গত বছর তথা ২০২২ সালে সংখ্যাটা নামল ১৩৭-এ। কিন্তু ২০২৪ সালে দাঁড়িয়ে ছবি মুক্তির সংখ্যা মাত্র ৩৪! বছর শেষ হতে আর মাত্র কয়েকদিন। অর্থাৎ এই বছর সংখ্যাটা একশোর গণ্ডিও পেরোবে না। কিন্তু কেন এমন বেহাল পরিস্থিতি? কি খবর মিলছে টলিউডের অন্দর থেকে?

গত কয়েক বছরের পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে অনেকটাই কমেছে বাংলা ছবির সংখ্যা। পরিস্থিতি এমনই জটিল আকার ধারণ করেছে যে, আগামী দিনে ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখা যাবে কিনা ‌তা নিয়ে আশঙ্কায় ভুগছেন সকলে। আগামী বছর ঠিক কত গুলি বাংলা ছবি ফ্লোরে যাবে তার কোন নিশ্চয়তা নেই। একই পরিস্থিতি সিরিয়াল, রিয়েলিটি শো ও ওটিটিতে।

টেলিভিশন পর্দার বেশ কিছু সিরিয়ালের শুটিং শুরু হলেও তা শেষ করা যায়নি। অতএব সেই সকল সিরিয়ালের টেলিকাস্ট করাও সম্ভব হয়নি। কিন্তু এমন পতনের কারণ কি? পরিস্থিতি সাপেক্ষে পরিচালকদের সংগঠন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার প্রেসিডেন্ট সুব্রত সেন-সহ অনেকের এটাই অভিযোগ যে, কলাকুশলীদের সংগঠন ফেডারেশনের খামখেয়ালী একুশে আইন-এর কারণে নিত্যদিন বাড়ছে শুটিংয়ের বাজেট।

আরও পড়ুন: ছোটপর্দাকে বিদায় জানালেন টেলিভিশনের রামপ্রসাদ সব্যসাচী চৌধুরী! এবার কোন পেশায় দেখা যাবে অভিনেতাকে?

বাংলা ছবিতে লগ্নী করার সংখ্যাও কমেছে। আগে যেখানে শুটিংয়ের খরচ ছিল দেড় লক্ষ টাকা এখন সেই খরচ দাঁড়িয়েছে পাঁচ সাড়ে পাঁচ লক্ষ টাকায়। টলিপাড়ার কলাকুশলীদের উপার্জন তো সবটাই‌ সিনেমা শিল্প নির্ভর। অচলাবস্থার কোপে চিন্তায় সকলেই। উপার্জন অনিশ্চিত হয়ে পড়ছে অনেক শিল্পীদেরই। পাশাপাশি টেকনিশিয়ান ও অন্যান্য বিভাগের কর্মীরা। সবমিলিয়ে সকলেই চাইছেন পরিস্থিতি এবার ঠিক হোক।