আগমন নতুন নায়কের। ধারাবাহিককে সেরার শিরোপায় ধরে রাখতে এলো নতুন টুইস্ট। বাংলা সিরিয়াল জগতে একের পর এক নতুন ধারাবাহিকের আগমনের ফলে প্রতিযোগিতা জোরদার। সেই অবস্থায় যখন টালমাটাল খাচ্ছিল মিঠাই তখনই নতুন ভাবনার প্রবেশ।
সিদ্ধার্থের বন্ধু আদিত্য আগরওয়ালের ছোট ভাই ওমি আগরওয়াল এলো ধারাবাহিকে। এই চরিত্রে অভিনয় করছেন জন ভট্টাচার্য। মোদক পরিবারের দীর্ঘদিনের ব্যবসার শত্রু আগরওয়াল পরিবার। অর্থাৎ জমজমাট কিছু আসতে চলেছে বা বলা যায় নতুন ঝড়ও আসতে পারে মিঠাইয়ের জীবনে। তবে মিঠাইয়ের মায়ের মৃত্যুর পর মিঠাই এবং সিদ্ধার্থ কাছাকাছি আসতে শুরু করেছে। এই সময়ে এলো তৃতীয় ব্যক্তি।
সরকারের তরফে মোদক পরিবার সম্মানিত হচ্ছে। সেই ক্ষোভে ফুঁসছে ওমি। মাঝ রাস্তায় দেখা ওমি আর সিদ্ধার্থর। দেখা হবার সাথে সাথেই ওমি অভিযোগ তোলে যে সিদ্ধার্থের জন্যেই আদিত্যকে দেশ ছাড়া হতে হয়েছে। এদিকে মিঠাই কে দেখেছে বলে সে তাকে বৌদি বলে ডাকবে না, মিঠাই নামেই ডাকবে। এতে দর্শকদের মনে খটকা জাগে। তাহলে কি তোর্সার সঙ্গে হাত মিলিয়ে সিদ্ধার্থ-মিঠাইয়ের দাম্পত্য জীবনকে বিষময় করে তুলতে এলো ওমি?
“একমাত্র গান দিয়েই স’ন্ত্রাস’বাদ থামানো সম্ভব!” বক্তা রূপঙ্কর! ‘পহেলগাঁওতে যদি সেদিন আপনার প্যান্ট খুলে কেউ চেক করত, তখন ঠিক কোন গানটা শোনাতেন?’ ‘ওনাকে এক্ষুনি গিটার সমেত বর্ডারে পাঠানো হোক!’ কটাক্ষে ধুয়ে দিল নেটপাড়া