বাংলা রুপোলি পর্দা থেকে শুরু করে ছোট পর্দা—দুই জায়গাতেই আপন মহিমায় উজ্জ্বল অভিনেত্রী ‘স্বর্ণকমল দত্ত’ (Swarnakamal Dutta)। এক সময়ে ছবির পর ছবি করেছেন, সেই সোনালি সময় পেরিয়ে এখন তিনি স্টার জলসার ‘চিরসখা’ (Chiroshokha) ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। অভিনয়ে ব্যস্ততা বাড়লেও ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গিয়েছে বছর পনেরো ধরে—যে ঝড়ের আঁচ এবার প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী নিজেই। মাত্র দেড় মাসের আলাপের পর স্বামী সুদীপ্ত ঘটকের সঙ্গে বিয়ের মণ্ডপে বসেছিলেন স্বর্ণকমল। শুরুতেই বোঝেননি, সম্পর্কের ভিত যে এতটাই নড়বড়ে।
বিয়ের পর থেকেই নানা অশান্তি, স্বামীর সদাই ‘মহিলা-প্রেম’ আর শ্বশুর-শাশুড়ির পক্ষপাতিত্ব—সব মিলিয়ে দমবন্ধ অবস্থা ছিল তাঁর। অভিনেত্রী জানান, “বর্তমানে আমার উপর তিনি যেসব অভিযোগ আনছেন তা নিতান্তই বুদ্ধিহীনতার পরিচয়। বলা হয়েছে আমি সন্তান নিতে চায়নি, অথচ আমার স্বামীই জোর করেছিলেন গর্ভপাত করানোর জন্য। যদিও আমি সেই কথা শুনিনি, আজ আমি সেই সন্তানকে নিয়েই সুখী। বলা হয়েছে আমার মাসি তাঁকে বলে গিয়েছেন আমি পরকীয়া করি, অথচ তিনি মারা গিয়েছেন বহু বছর আগে।”
অভিনেত্রীর অভিযোগ, গায়ে হাত তোলা থেকে অকথ্য গালাগাল—কিছুই বাদ যায়নি। পাঁচ মাসের কন্যাকে কোলে নিয়ে একদিন বাড়ি থেকে তাড়াও খেতে হয়েছে তাঁকে, সেই সময় ফ্লাটের কেয়ারটেকার সাহায্যের হাত বাড়িয়ে দেন। স্বপ্ন ছিল স্বামী নিজে কিছু করবেন, অথচ কাজের নাম গন্ধ নেই, বরং অভিনেত্রীর বাবা ১ কোটি টাকা খরচে তৈরি ডিপার্টমেন্টাল স্টোর তৈরী করে দেন। সেখানেই এক মহিলা কর্মীর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিলেন সুদীপ্ত। এই সম্পর্ককে নাকি সুদীপ্তর মাও সমর্থন করেছিলেন।
এখন সাত মাস হল আলাদা থাকছেন, আইনি বিচ্ছেদ এখনও প্রক্রিয়াধীন, মেয়েও এখন মায়ের অপমান আর সহ্য করতে রাজি নয়। কথা রাখতে চেয়েছিলেন, তাই শেষবার স্বামীর জন্মদিনে কেক কেটে সংসারটা ভাঙা পাথর দিয়ে জোড়ার চেষ্টা করেছিলেন স্বর্ণকমল। পরিবর্তে ফের শারীরিক হেনস্তা এবং অশালীন মন্তব্য! অভিনেত্রীর দাবি, শ্বশুরবাড়ির লোকেরা খোদ নিজের ঠিকানাও স্থায়ী করতে পারেননি—ফ্ল্যাট বদলেছেন প্রায় দিনে দিনে, নানা জায়গায় প্রতারণার অভিযোগে খুঁজেছেন লোকে।
আরও পড়ুনঃ রাজনীতি নয়, শুধু দেবের ডাকে আবার পর্দায় ফেরা! রাজনীতির উর্ধ্বে শিল্পকে রাখে দেব! সুপারস্টারের প্রশংসায় পঞ্চমুখ রূপা গঙ্গোপাধ্যায়, অন্যরূপে ধরা দেবেন ‘রঘু ডাকাত’-এ
এই বাস্তব কষ্ট যেন গভীর ছাপ ফেলেছে তাঁর সাম্প্রতিক চরিত্র সোহিনীর উপর। ‘চিরসখা’-তে সোহিনীই নায়িকা কমলিনীর ‘সতীন’। স্বামী চন্দ্র ফের বিয়ে করেছে শ্বশুরের টাকার লোভে, আর শ্বশুর সেই টাকায় জামাইকে দোকান খুলে দিয়েছে—হুবহু স্বর্ণকমলের জীবনের প্রতিচ্ছবি! বাস্তবের ক্ষত নিয়েই ক্যামেরায় দাঁড়াচ্ছেন তিনি, তবু মাথা উঁচু রাখতে শেখাচ্ছে অভিনয়ই। নতুন করে গড়ে তোলা কেরিয়ারে আর একবার ভরসা খুঁজে পাচ্ছেন ‘চিরসখা’র এই অভিনেত্রী।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।