দাদু, বাবার পর এবার অভিনয়ে তৃষাণজিৎ! অর্পিতার জন্মদিনে চট্টোপাধ্যায় পরিবারে মিশুকের নামে বিশেষ যজ্ঞ! জীবনের নতুন অধ্যায় শুরু করছেন প্রসেনজিৎ পুত্র

কলকাতার আলো-আড়ালে এই সময় চট্টোপাধ্যায় পরিবারের সঙ্গে যুক্ত সবকিছুই আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রতিটি পরিবারিক উদ্‌যাপন, বিশেষ করে জন্মদিন বা যজ্ঞ, সোশ্যাল মিডিয়ায় যেমন ভিন্ন জায়গা করে নেয়, ঠিক তেমনই এইবারও সব চোখ রয়েছে অর্পিতা ও তৃষাণজিতের দিকে। অর্পিতার জন্মদিনকে কেন্দ্র করে বাড়িতে উৎসব, খুশি আর নতুন পরিকল্পনার হাওয়া ভরেছে।

প্রথমে শুধু পরিবারিক আনন্দের ছবি দেখা গেল। সূত্রের খবর অনুযায়ী, ১ অক্টোবর অর্পিতার জন্মদিন শ্বশুরবাড়ি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে উদ্‌যাপিত হবে। কিন্তু শুধু জন্মদিন নয়, এই দিনেই বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছে। খবর অনুযায়ী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বিশ্বজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত থাকবে। উদ্‌যাপনের সময় সবকিছুই শান্তিপূর্ণ, অথচ উৎসবমুখর পরিবেশে পূর্ণ থাকবে।

কিন্তু এবার বিশেষ চমক হিসেবে এসেছে তৃষাণজিতের অভিনয় জীবন নিয়ে। কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে, তৃষাণজিত বড়পর্দায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। এবং এখন জানা যাচ্ছে, প্রযোজনা সংস্থা এসভিএফ তাঁকে বড়পর্দায় নিয়ে আসার পরিকল্পনা করছে। পুজোর সময় ‘দেবী চৌধুরাণী’ ছবির প্রচারে প্রসেনজিৎ নিজেই জানিয়েছিলেন, ছেলে অভিনয়ে আসার কথা সত্য। তবে তিনি প্রযোজনা সংস্থার নাম প্রকাশ করেননি।

নবমীর সকালে সেই গুঞ্জন আরো প্রমাণিত হলো। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পুজোয় বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছে এবং তৃষাণজিত নিজেই সেখানে উপস্থিত থাকবেন। যদি সব ঠিকঠাক থাকে, চলতি বছরেই শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে। শুধু তৃষাণজিত নয়, বিশ্বজিতের মেয়ে সম্ভাবী চট্টোপাধ্যায়ের হিন্দি ছবিতে পা রাখার খবরও এসেছে। তিনি বর্ষীয়ান পরিচালক-অভিনেতার আগামী ছবি ‘অগ্নিযুগ: দ্য ফায়ার’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবেন।

এছাড়া, অর্পিতার জন্মদিনে চট্টোপাধ্যায় পরিবার পুরোপুরি উৎসবমুখর হবে। সকাল থেকে পুজোমণ্ডপে ব্যস্ত থাকবেন সকলে। রাতের মধ্যে বিশ্বজিৎ নিজের বৌমা অর্পিতাকে নামি রেস্তোরাঁয় ডিনারে নিমন্ত্রণ করবেন। প্রসেনজিৎ ও বিশ্বজিৎ দু’জনেই বলেছেন, পরিবারের জন্য এই আয়োজন এবং সন্তানদের অবদান সবসময়ই তাদের গর্বের বিষয়। এই জন্মদিন শুধু আনন্দের নয়, তৃষাণজিতের নতুন অধ্যায়ের সূচনা হিসেবেও মনে হবে সকলের কাছে।

আরও পড়ুনঃ “সকালে অ্যামাজনের এইচ.আর, বিকেলে কনটেন্ট ক্রিয়েটর”— সৈকতের বেফাঁস মন্তব্য! “অ্যামাজনের পোর্টালে কোথাও নামই নেই, সে নাকি এইচ.আর!” “তোমার মুখ কেয়ারটেকারের যোগ্য না, অ্যামাজনের এইচ.আর. দাবি!”– পডকাস্টে ঢাক পিটিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে কনটেন্ট ক্রিয়েটর সৈকত!

এভাবে অর্পিতার জন্মদিনের অনুষ্ঠানের সঙ্গে নতুন যাত্রা, বিশেষ যজ্ঞ ও অভিনয়ের আগমন এক সঙ্গে মিলিত হয়ে চট্টোপাধ্যায় পরিবারে তৈরি করেছে এক ভিন্ন আনন্দের পরিবেশ। পরিবারের ঐতিহ্য, সন্তানদের সাফল্য আর উৎসব—সব মিলিয়ে এই দিনটি সত্যিই স্মরণীয় হয়ে উঠেছে।