“মহানায়কের নায়িকা আমি, আমায় আর ডাকেন না কেউ!”— একাকী যন্ত্রণায় দেবিকা মিত্র! কাজ না পেয়ে কষ্টে দিন কাটছে, জীবনের শেষ ইচ্ছাটুকুও পূরণ হল না বর্ষীয়ান শিল্পীর!

রুপালি পর্দার এক সময়ের পরিচিত মুখ তিনি। বড়পর্দায় উত্তম কুমারের মতো কিংবদন্তির সঙ্গে স্ক্রিন শেয়ার করা থেকে শুরু করে ছোটপর্দায় একাধিক হিট ধারাবাহিকে অভিনয়— প্রতিটি ক্ষেত্রেই নিজের অভিনয় দক্ষতায় নজর কেড়েছিলেন ‘দেবিকা মিত্র’ (Debika Mitra)। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতেই যেন কোথাও হারিয়ে গিয়েছেন অভিনেত্রী। বর্তমানের বাংলা ছবির জগৎ কিংবা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক— কোথাও আর দেখা যায় না দেবিকাকে।

অভিনয় জীবনের সূচনা হয়েছিল ১৯৭৫ সালে, পরিচালক অরবিন্দ মুখার্জির ‘অগ্নিশ্বর’ ছবির হাত ধরে। শুরুতেই পর্দা ভাগ করেছিলেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গে, যা সত্যিই ছিল এক গর্বের মুহূর্ত। পরে ‘কড়ি দিয়ে কিনলাম’ বা ‘নীলকণ্ঠ’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। অথচ আজ তিনি কার্যত অভিনয়জগতের বাইরে। নেই কোনও নতুন কাজের ডাক, নেই ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দেবিকা মিত্র অকপট। বয়স বাড়লেও, মনের ভিতরে আজও রয়ে গিয়েছে ক্যামেরার প্রতি অদম্য ভালবাসা। তাঁর কথায়, “আমি তো এখনও অভিনয় করতে চাই, কিন্তু কেউ ডাকেই না।” এই না ডাকার যন্ত্রণা তাঁকে মাঝেমধ্যেই গ্রাস করে। অভিমান-আক্ষেপের মিশেলে নিজের অবস্থানকে বুঝিয়ে দিয়েছেন তিনি। কারণ কাজের প্রতি যে তাঁর টান এখনও ফুরোয়নি।

চরিত্রের রকমফের থাকুক বা না থাকুক, দীর্ঘ কেরিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন দেবিকা। তবু আজও কিছু স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে তাঁর। বিশেষ করে খলনায়িকা কিংবা কৌতুক চরিত্রে অভিনয় করার তৃষ্ণা আজও আছে তাঁকে। তিনি মনে করেন, নিজের কেরিয়ারে এই দুটি দিক তুলে ধরার সুযোগ পেলে হয়তো আরও বেশি পরিপূর্ণ হতেন শিল্পী হিসেবে।

আরও পড়ুনঃ কমলিনীকে হেনস্থা করতেই আদালতে সাজানো নাটক! আদালতে চন্দ্রর মুখোশ খুলে দিলেন কমলিনীর উকিল! চন্দ্রর নাটকের জাল ছিঁড়ে ফেলল সোহিনীর চিঠিই! চন্দ্রর অতীতের চিঠিই কি এবার তাকে দেবে কারাদণ্ড? নাকি এবারও শাস্তি এড়ানো সম্ভব?

সবশেষে দেবিকা মিত্র নিজের শেষ ইচ্ছে জানান— “ইচ্ছা ছিল, জীবনের শেষ দিনটাও যেন অভিনয় করেই কাটে।” এই এক কথাতেই যেন ধরা পড়ল অভিনেত্রীর শিল্পীসত্তা। পর্দার আলো আজ নেই তাঁর ওপর, কিন্তু আলোহীন এই অন্ধকারের মধ্যেও বর্ষীয়ান এই শিল্পীর অভিনয়ের প্রতি তাঁর টান কমেনি একবিন্দুও।