এখন সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চায় আছেন অন্যতম লাভ বার্ডস নুসরত-যশ। তাঁরা প্রকাশ্যে কোনওদিন সম্পর্কের কথা স্বীকার করেননি কিন্তু সন্তানের জন্মদানের পর নুসরত প্রকাশ্যে যশকেই সন্তানের পিতা হিসেবে ঘোষণা করেন। মূলত একটি সিনেমার শুটিংয়ের দরুন সম্পর্কে আবদ্ধ হন এই জুটি। তবে সেটা তাঁরা এতটাই গোপনে রাখেন যে কাক পক্ষিও টের পায়নি। যদিও তাঁদের অনেকবার একসঙ্গে দেখার পর টলিপাড়ায় গুঞ্জন শুরু হয়।
তবে সম্পর্কের শুরুটা কেমন ছিল? এক বিশেষ সাক্ষাৎকারে এর উত্তর দিলেন যশ। তিনি বলেন প্রথমদিকে একেবারেই পছন্দ করতেন না নুসরতকে। তাই তাঁর থেকে দূরে থাকতেন যশ। এবার তাঁর সন্তানের মাও একই সুরে বললেন। তিনিও নাকি দূরে থাকতেন যশের থেকে। যশ আবার এটাও বলেন যে প্রযোজককে নাকি তাঁর নামে নালিশও করে বসেছিলেন নুসরত। কী ছিল সেই অভিযোগে? যাঁর প্রেমে এখন হাবুডুবু খাচ্ছেন নায়িকা, তিনি নাকি রোম্যান্স করতেই জানতেন না তাঁর সঙ্গে। এরপরেই যশ হাসতে হাসতে আবার কর্মফল নিয়ে বললেন। ওয়ান সিনেমার নামই হয়তো উল্লেখ করলেন তাঁরা। কিন্তু সেটা নিয়ে ঝেড়ে কাশলেন না কেউই।
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রেমিকের সঙ্গে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নুসরত। সেখানে নিজেদের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হয়েছে।
“একমাত্র গান দিয়েই স’ন্ত্রাস’বাদ থামানো সম্ভব!” বক্তা রূপঙ্কর! ‘পহেলগাঁওতে যদি সেদিন আপনার প্যান্ট খুলে কেউ চেক করত, তখন ঠিক কোন গানটা শোনাতেন?’ ‘ওনাকে এক্ষুনি গিটার সমেত বর্ডারে পাঠানো হোক!’ কটাক্ষে ধুয়ে দিল নেটপাড়া