কণিনীকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee) এবার এক নতুন ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন! হ্যাঁ, শুনে অবাক হচ্ছেন তো? পর্দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে তাঁকে দেখা যাবে! কিন্তু প্রশ্ন উঠছে, মমতার মতো তুখোড় নেত্রীর চরিত্র ফুটিয়ে তোলা কনীনিকার মতো অভিনয়শিল্পীর পক্ষে কি সম্ভব? সেটা এখন প্রশ্নের খাতিরে থাক।
অভিনেত্রী কণিনীকা নিজে বলেছেন, “আমি জানি, অনেকে আমাকে চরিত্রটার জন্য গালিগালাজ করবেন,”—এটা শুনে মনে হচ্ছে, কনীনিকা জানেন এই চরিত্র নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা হবে! মমতাকে পর্দায় তুলে ধরার জন্য কি তিনি মমতার ‘ডান হাত’ হয়ে উঠবেন? নাকি ডিমের মধ্যে তেল ঢালার মতো কিছু হবে?
কণিনীকা আরও বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন লড়াকু মেয়ে, ভারতবর্ষের বুকে কমই আছে,”—ঠিক আছে, মমতা ম্যাডামের লড়াইয়ের ব্যাপারটা কিন্তু কোনো সন্দেহ নেই। তবে কনীনিকা সেই শক্তি, সেই আগ্রাসন, সেই প্যাশন আসলেই তুলে ধরতে পারবেন তো? মঞ্চে মমতার অগ্নিপরীক্ষা, পর্দায় কি তাঁকে অগ্নিশিখা বানানো যাবে?
এত বড় চরিত্রকে নিয়ে কাজ করা সহজ নয়। বিশেষ করে যখন সেটা হয় রাজনৈতিক নেত্রীর চরিত্র, তখন তো গরম মসলা হয়ে যায়! এত দিন পর্দায় মমতাকে দেখব? কিন্তু আদৌ তিনি মমতার মতো অটল থাকবেন, নাকি মমতার থিম নিয়ে এক ‘নতুন মেনু’ তৈরি হবে, সেটাই প্রশ্ন।
আরও পড়ুন: বলিউডে পাড়ি ভজ গোবিন্দ খ্যাত অভিনেতা রোহন ভট্টাচার্যর! বাংলার নায়কের বিপরীতে বলিউডের দারুণ জনপ্রিয় নায়িকা
শেষে, একটা ব্যাপার পরিষ্কার—কণিনীকা বন্দ্যোপাধ্যায় জানেন যে, এই চরিত্র তাঁকে গালিগালাজ, সমালোচনা, এবং প্রশংসার ঝড় নিয়ে আসবে। তবে তিনি বলছেন, “এটাই তো জীবন, যা হওয়ার হবে!”