স্টার জলসার হিট ফর্মুলা নকল? রুবেল, মানালির নতুন ধারাবাহিকে জলসার হিট ধারাবাহিক গুলির ছোঁয়া! জি বাংলার নতুন সিরিয়াল নিয়ে উঠছে প্রশ্ন!

বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় চ্যানেল স্টার জলসা (Star Jalsa) জি বাংলার (Zee Bangla) প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। কিন্তু সাম্প্রতিককালে একের পর এক হিট জলসা সিরিয়ালের ছায়ায় জি বাংলার নতুন ধারাবাহিক আসায় নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলছে—তাহলে কি নিজস্ব মৌলিক কনসেপ্টের অভাব দেখা দিয়েছে?সম্প্রতি ঘোষণা হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক “তুই যে আমার হিরো”, যেখানে মূল চরিত্রে থাকছেন রুবেল দাস।

ট্রেলার দেখার পর দর্শকদের একাংশের দাবি, সিরিয়ালের গল্প অনেকটাই স্টার জলসার সুপারহিট সিরিয়াল “চোখের তারা তুই”-এর সঙ্গে মিলে যাচ্ছে! আবার অন্যদিকে, শিশু চরিত্র ও পশুর গল্পের সংমিশ্রণে তৈরি জি বাংলার আসন্ন সিরিয়াল “দুগ্গা মনি ও বাঘ মামার গল্প” দেখতে অনেকটাই স্টার জলসার ব্লকবাস্টার সিরিয়াল “মায়ের” মতো।

এর আগেও দুই চ্যানেলের মধ্যে স্টোরি কনসেপ্ট নিয়ে মিল পাওয়া গেছে, তবে এবারে যেন মিলের হার আরও বেশি! সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, “নতুন কিছু ভাবার ক্ষমতা নেই? জলসার পুরনো হিট নিয়ে কপি করলেই তো হবে না!” কেউ কেউ আবার মজা করে লিখেছেন, “জি বাংলার পরবর্তী সিরিয়ালের নাম হবে ‘অনুরাগের ছোঁয়া ২’!”

আরও পড়ুনঃ রায় পরিবারে খুশির খবর! মা হতে চলেছে শুভ, এবার কি করবে সেবন্তী?

নেটিজেনদের অনেকেই মনে করছেন, গত কয়েক বছরে জি বাংলার নিজস্ব মৌলিক সিরিয়ালের সংখ্যা কমে গেছে। একসময় “করুণাময়ী রাণী রাসমণি”, “কৃষ্ণকলি”, কিংবা “গৌরী এলো”-র মতো ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসত এই চ্যানেল। কিন্তু এখন যেন স্টার জলসার সাফল্যের ছায়ায় নিজেদের পথ খুঁজতে ব্যস্ত তারা!

তবে জি বাংলার অনুরাগীরা বলছেন, গল্পের মূল কাঠামো মিলে গেলেও প্রেজেন্টেশন আলাদা হতে পারে। অতীতেও বহু সিরিয়াল একই প্লট থেকে অনুপ্রাণিত হয়েছে, কিন্তু অভিনয় ও পরিচালনা সেটাকে নতুন মাত্রা দিয়েছে। তাই “তুই যে আমার হিরো” কিংবা “দুগ্গা মনি ও বাঘ মামার গল্প” কি সত্যিই কপি, নাকি নতুন মোড়কে নতুন গল্প বলার চেষ্টা? সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে সম্প্রচার পর্যন্ত!