স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘উড়ান’ (Uraan) শেষপর্যন্ত পর্দা থেকে বিদায় নিতে চলেছে। ২০২৪ সালের ২৭ মে প্রথম সম্প্রচারিত এই ধারাবাহিকটি প্রযোজনা করেছিল সুরিন্দর ফিল্মস, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন প্রতীক সেন Pratik Sen (মহারাজ মুখার্জি) এবং নবাগতা রত্নপ্রিয়া দাস Ratna Priya Das (পূজারিণী মুখার্জি)। তাদের সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক সংঘাত এবং সামাজিক চ্যালেঞ্জ ঘিরেই আবর্তিত হয়েছিল গল্প।
তামিল ধারাবাহিক ‘সিরাগাডিক্কা আসাই’-এর বাংলা রিমেক হলেও, ‘উড়ান’-এর চরিত্র ও কাহিনির গভীরতা দর্শকদের মন জয় করেছিল। মহারাজ-পূজারিণীর কেমিস্ট্রি দর্শকদের বেশ ভালো লেগেছে। তবে সম্প্রতি ধারাবাহিকটির টিআরপি আশানুরূপ না থাকায়, সম্প্রচারের সময় পরিবর্তন করে রাতে নিয়ে যাওয়া হয়। যদিও শুরুর দিকে ধারাবাহিকটি ভালোই সাড়া ফেলেছিল, শেষ পর্যন্ত নির্মাতারা বন্ধ করার সিদ্ধান্ত নেন ধারাবাহিকটি।
জি বাংলার ‘পরিণীতা’-র সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারণে স্টার জলসা প্রথমে ‘উড়ান’-এর সম্প্রচার সময় পরিবর্তন করে রাত ১১টায় নিয়ে যায়। মূল স্লটে জায়গা পায় ‘তৃণা সাহা’ ও ‘ইন্দ্রজিত বসু’ অভিনীত নতুন ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’। তবে সময় বদলালেও ‘উড়ান’-এর ভাগ্য পরিবর্তন হয়নি। শোনা যাচ্ছে, চ্যানেলে আরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে, যদিও এ বিষয়ে এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
আরও পড়ুনঃ “রুক্মিণী আমার থেকে যথেষ্ট জুনিয়র, আমার কারোর অনুপ্রেরণা লাগে না!” দেবকে আয়না দেখালেন শুভশ্রী?
ধারাবাহিকটির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে, এবং শেষ দিনের মুহূর্তের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী রত্নপ্রিয়া দাস সহ-অভিনেতাদের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে শেষ দিনের আনন্দঘন মুহূর্তের সাক্ষী থাকতে দেখা যায় তাদের। তবে চ্যানেল কর্তৃপক্ষ এখনো ধারাবাহিকের অন্তিম পর্বের সম্প্রচারের তারিখ প্রকাশ করেনি। ধারাবাহিক হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। উড়ান ধারাবাহিকটি কতটা মিস করবেন আপনারা? আপনারা কি পূজারিণী-মহারাজকে মিস করবেন?