গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সৃজিত মুখার্জি, মাঝরাতে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি! কি হয়েছে জনপ্রিয় পরিচালকের?

শুক্রবার গভীর রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন টলিপাড়ার খ্যাতনামা পরিচালক ‘সৃজিত মুখোপাধ্যায়’ (Srijit Mukherji)। রাত প্রায় ১২:৩০ নাগাদ তাঁকে তড়িঘড়ি ভর্তি করানো হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে (Hospitalized) । সূত্রের খবর অনুযায়ী, আচমকাই শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের, পাশাপাশি বুকে অস্বস্তিও অনুভব করেন তিনি, পরিবারের তরফ থেকে সময় নষ্ট না করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রাথমিকভাবে বেশ কিছু শারীরিক পরীক্ষা করান, যার রিপোর্ট পাওয়া যাবে আজ।

সৃজিতের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন টলিউডের অনেকে। একাধিক বন্ধু, ও সহকর্মী খোঁজ নিচ্ছেন তাঁর শারীরিক অবস্থার। ‘কিলবিল সোসাইটি’ ছবিতে সৃজিতের সঙ্গে কাজ করা অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ও খবর পেয়েই দুশ্চিন্তা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সকালে খবর পেয়েছেন এবং দুপুরে শুটিং সেরে বিকেলে হাসপাতালে গিয়ে সৃজিতের সঙ্গে দেখা করবেন বলে জানান তিনি।

বর্তমানে হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৃজিত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকেরা প্রয়োজনে অতিরিক্ত কিছু পরীক্ষার কথাও ভাবছেন ডাক্তারেরা। তবে রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি কবে হাসপাতাল থেকে এক্ষনি ছাড়া পাচ্ছেননা পরিচালক। চিকিৎসকেরা আপাতত আশাবাদী, তবে নিশ্চিত হতে শনিবারের রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের শরীর খারাপ হওয়ার খবর শোনার পর থেকেই ভক্তদের মধ্যে দুশ্চিন্তার ছায়া। সমাজ মাধ্যমেও অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। একাধারে পরিচালক, লেখক, এবং সমাজমাধ্যমে এক খোলা মনের আলোচক হিসেবেও পরিচিত সৃজিত, যার কারণে তাঁর সুস্থতা নিয়ে সকলের চিন্তা আরও বেশি। ওনার দ্রুত আরোগ্য কামনায় ভেসেছেন অনেক অনুরাগীরা।

আরও পড়ুনঃ দীপার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে সোনা! ‘নিম ফুলের’ গন্ধ এবার ‘অনুরাগের ছোঁয়াতে’! ‘বাবুউউর মা’ এবার রুডির মা! অরিজিতার আগমনে দ্বিগুণ উত্তেজনা অনুরাগে!

টলিউড ইন্ডাস্ট্রির এক স্বনামধন্য পরিচালক হিসেবে সৃজিত সবসময় নিজের কাজকে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছেন, যা দর্শকমহলের মনে আজীবন গাঁথা থাকবে। এমন একজন প্রতিভাবান পরিচালকের হঠাৎ করে শারীরিক অসুস্থতা নিঃসন্দেহে চিন্তার কারণ। তবে যেহেতু আপাতত অবস্থা স্থিতিশীল, তাই আশার আলো দেখছেন চিকিৎসকেরাও। আগামী ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে জানানো হয়েছে চিকিৎসকের তরফে।