অপারেশন সিঁদুরে অনুপ্রাণিত টোটা রায়চৌধুরী! পোশাকে ফুটে উঠল দেশপ্রেমের ছাপ! সাধুবাদ জানাচ্ছেন বঙ্গবাসী! কোথায় মিলবে এই পোশাক?

বাঙালির প্রিয় গোয়েন্দা একেন বাবু আবারও বড়পর্দায় ফিরছেন নতুন রোমাঞ্চ নিয়ে। ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ (The Eken: Benaras e Bibhishika) ছবির প্রিমিয়ারে তাই স্বাভাবিকভাবেই হাজির ছিলেন একঝাঁক তারকার ভিড়। ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। একেন বাবুর ভূমিকায় বরাবরের মতো ‘অনির্বাণ চক্রবর্তী’ (Anirban Chakrabarti), আর তাঁর দুই বিশ্বস্ত সহচর, বাপি ও প্রমথ চরিত্রে যথাক্রমে সোমক ঘোষ ও সুহোত্র মুখোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ‘শাশ্বত চট্টোপাধ্যায়’ (Saswata Chatterjee) এবং ‘গৌরব চক্রবর্তী’ (Gaurav Chakrabart)

গোয়েন্দা কাহিনি ও থ্রিলারপ্রেমীদের জন্য এই ছবি ঘিরে উৎসাহের অন্ত নেই। তবে এদিন প্রিমিয়ারে নজর কেড়েছেন আরও একজন, আর তিনি হলেন টলিউডের ফেলুদা ‘টোটা রায়চৌধুরী’ (Tota Roy Chowdhury) । ‘দ্য একেন’-এর প্রিমিয়ারে টোটা রায়চৌধুরী এসেছিলেন একেবারে ইঙ্গিতবহ একটি পোশাকে। তাঁর পরনে ছিল একটি শেওলা রঙের টিশার্ট, যার বুকে লেখা ছিল বড় অক্ষরে—‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) । উপস্থিত সাংবাদিকদের কেউ কেউ কৌতূহলবশত প্রশ্ন করতেই তিনি নিজের বক্তব্যও স্পষ্টভাবে তুলে ধরেন।

এদিন টোটা জানান, এই টিশার্ট শুধুমাত্র একটি স্টাইল স্টেটমেন্ট নয়, বরং দেশের সেনা বাহিনীর প্রতি তাঁর শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতার প্রতীক। সাম্প্রতিক এই সেনা অভিযানের প্রেক্ষিতে তিনি এই প্রতীকী পোশাক পরেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। টোটা তাঁর বক্তব্যে আরও বলেন, “আমাদের সেনারা যেভাবে দেশকে রক্ষা করেন, তাঁদের প্রতি সম্মান জানানো আমাদের কর্তব্য। অপারেশন সিঁদুর সেই সাহসিকতার এক বাস্তব নিদর্শন।”

প্রসঙ্গত গত এপ্রিল মাসে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় এক নৃ’শংস জ’ঙ্গি হা’মলা’য় প্রাণ হারান ২৬ জন নিরীহ হিন্দু মানুষ। তার পাল্টা জবাবে ভারতীয় সেনা সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে গিয়ে ধ্বংস করে দেয় ৯টি জ’ঙ্গিঘাঁটি। এই প্রত্যাঘাতের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। আর সেই অভিযানকেই সম্মান জানাতেই টোটা রায়চৌধুরীর এই ব্যতিক্রমী সিদ্ধান্ত। একদিকে সিনেমার প্রিমিয়ার, অন্যদিকে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা— দুটো যেন মিলেমিশে এক হয়েছে টোটা রায়চৌধুরীর সিদ্ধান্তের মাধ্যমে।

আরও পড়ুনঃ শুভর সিঁদুর ছিনিয়ে নিল মোহনা! শুভ-আদির দূরত্ব মেটাতে ফন্দি আটলো ঠাম্মি! কোনদিকে যেতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকের গল্প?

তাঁর এই টিশার্ট এখন শুধুই একটি ফ্যাশন নয়, বরং অনেকের কাছে দেশভক্তির একটি নিঃশব্দ প্রতীক। এমন টিশার্ট দেখে অনেকেই আগ্রহ দেখিয়েছেন ঠিক কোথা থেকে কেনা যায় এই ধরনের পোশাক? জানিয়ে রাখা ভালো, অপারেশন সিঁদুর লেখা টিশার্ট এখন বেশ কয়েকটি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ও ব্র্যান্ডের মাধ্যমে অনলাইনে পাওয়া যাচ্ছে। শুরু হচ্ছে ৩৯৯ টাকা থেকে। যদি আপনিও এমন একটি টিশার্ট কিনতে চান, তাহলে অনলাইন অর্ডারের মাধ্যমে সহজেই তা সংগ্রহ করতে পারেন।