বিয়ের মাত্র দু’মাসেই অভিষেক-শার্লির দাম্পত্যে ফাটল! শার্লি-অভিষেকের পোস্টে বিচ্ছেদের গন্ধ! মধুচন্দ্রিমার পরেই, অভিষেকের কোন উপলব্ধি থেকে এই ছন্দপতন? শার্লির বার্তায় জল্পনা আরও তুঙ্গে!

যা হঠাৎ গড়ে ওঠে, তা ভাঙতেও বেশি সময় লাগে না! এই চিরপরিচিত প্রবাদ যেন হুবহু মিলে যাচ্ছে টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় জুটি ‘শার্লি মোদক’ (Sharly Modak) এবং ‘অভিষেক বসু’র (Abhishek Bose) সম্পর্কের বর্তমান পরিস্থিতির সঙ্গে। চলতি বছরের ২৯ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন ছোটপর্দার এই দুই ব্যক্তিত্ব। বিয়ের পর দুজনের একসঙ্গে ছবি, মধুচন্দ্রিমার ঝলক— সব মিলিয়ে সুখী ছিল তাঁদের দাম্পত্যজীবন। অথচ বিয়ের মাত্র দু’মাসের মাথাতেই এমন কিছু করলেন এই দুই তারকা, যার জেরে বিচ্ছেদের গুঞ্জন দানা বাঁধতে শুরু করেছে অনুরাগীদের মনে।

সম্পর্কের শুরুর আগেও যেমন আলোচনায় ছিলেন, তেমনই নতুন করে এখন তাঁরা আছেন জল্পনার কেন্দ্রে। অতীতে প্রেমের গুঞ্জন থাকলেও তাঁরা কখনওই প্রকাশ্যে সে কথা স্বীকার করেননি। হঠাৎ করেই সামনে আসে তাঁদের বিয়ের খবর, আর তারপর থেকেই একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করতে দেখা যায় তাঁদের। সব মিলিয়ে স্বপ্নের মতো শুরু হলেও, মাত্র দু’মাসের মাথায় সেই সম্পর্কে যেন কাঁপুনি ধরেছে! প্রসঙ্গত, অভিষেকের জীবনে এর আগে ছিলেন দিয়া মুখোপাধ্যায়।

Abhishek Bose, Sharly Modak, Phulki, Abhishek-Sharly Wedding, Premarital Feast, Zee Bangla, Love Life Controversy, Trolls, Netizen Reactions, Celebrity Rumours, Celebrity Couple, Marriage, অভিষেক বোস, শার্লি মোদক, ফুলকি, অভিষেক-শার্লি বিয়ে, আইবুড়ো ভাত, জি বাংলা, প্রেমের গুঞ্জন, নেটিজেন প্রতিক্রিয়া, কটাক্ষ, বিয়ে, আইবুড়ো ভাত, তারকা দম্পতি

‘সীমারেখা’ ধারাবাহিক আলাপের পর, ২০২০ সালে সে সম্পর্ক স্বীকার করেছিলেন দু’জনেই। কিন্তু তা বেশিদিন টেকেনি। ২০২১-এ তাঁদের বিচ্ছেদ হয় এবং এরপরে সুরভি মল্লিকের সঙ্গে সম্পর্কে আসেন। তিন মাসের মধ্যেই সেই সম্পর্কের কথাও সকলকে জানান তিনি। এমনকি বিয়ের পরিকল্পনাও করেছিলেন তাঁরা। কিন্তু সেখানেও ভাঙন আসে। সেখান থেকে বেরিয়েই অভিষেকের জীবনে আসেন শার্লি। এদিকে শার্লির জীবনেও প্রেমের গল্প একেবারে নতুন নয়। ‘ভাগ্যলক্ষ্মী’ সিরিয়ালের নায়িকা বহুদিন ধরে সম্পর্কে ছিলেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে।

সাত বছর ধরে গড়ে ওঠা সেই সম্পর্ক ভেঙে যায় একবার, আবার জোড়াও লাগে। তবে শেষমেশ ২০২৪ সালের অক্টোবর মাসে তাঁরা চূড়ান্ত বিচ্ছেদে পৌঁছান। সেই সময়েই একাকীত্বের যন্ত্রণা থেকেই অভিষেক এবং শার্লির ঘনিষ্ঠতা বাড়ে বলে গুঞ্জন। প্রেম জমে ওঠে, এবং তা পৌঁছয় পরিণয়ে। কিন্তু সম্প্রতি তাঁদের সমাজ মাধ্যম পোস্ট ঘিরে জল্পনার ঝড় উঠেছে। আচমকা এমন কিছু লেখা নিয়ে স্টোরি দিয়েছেন শার্লি এবং অভিষেক, যা দেখে অনুরাগীদের মনে একটাই প্রশ্ন— সব ঠিক আছে তো?

একদিকে বুধবার অভিষেক লেখেন, “এমন অনেক কিছু আছে যা মন ভেঙে দেয়, কিন্তু দৃষ্টিভঙ্গিকে আরও দৃঢ় করে”, অন্যদিকে শার্লির স্টোরিতে দেখা যায়, “কোনও কিছুই চিরস্থায়ী নয়।” এই রহস্যজনক ও আবেগঘন পোস্টে অনেকেই ধরে নিচ্ছেন যে, তাঁদের বৈবাহিক সম্পর্কে কোনও না কোনও চিড় ধরেছে। বিয়ের পর তাঁদের সমাজ মাধ্যমে ছিল শুধুই হাসি, প্রেম আর একে অপরকে জড়িয়ে ধরা মুহূর্তের টুকরো। তাই এই আকস্মিক বদল অনুরাগীদের অবাক করেছে।

আরও পড়ুনঃ দীর্ঘ বিরতির পর আবার ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী, কোন চরিত্রে দেখা যাবে ইপ্সিতা মুখোপাধ্যায়কে?

যদিও এখনও পর্যন্ত তাঁরা কেউই মুখ খোলেননি। অভিষেকের ইনস্টাগ্রামে এখনও তাঁদের বিয়ের ছবি রয়েছে, শার্লিও মুছে ফেলেননি কোনও মুহূর্ত। তবে হঠাৎ এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট কেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সব মিলিয়ে বলাই যায়, টেলিপাড়ার এই তারকা দম্পতির ভক্তদের মন এখন দোলাচলে। দু’মাস আগেই যাঁদের বিয়ে নিয়ে উচ্ছ্বাসে মেতেছিলেন সকলে, আজ সেই সম্পর্ক নিয়েই উঠছে বিচ্ছেদের প্রশ্ন। এটা নিছক কোনও ভুল বোঝাবুঝি, নাকি বাস্তবেই ভাঙনের ইঙ্গিত— তা সময়ই বলবে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।