বাঙালি অবশেষে মেতে উঠেছে শ্রেষ্ঠ উৎসবের আনন্দে। তার সঙ্গে টেলিভিশনের চ্যানেলগুলোও তাদের পুজো স্পেশাল গান, প্রোমো অথবা বিজ্ঞাপনের শুটিং সেরে ফেলেছে। ধারাবাহিকের মূল পর্বেও পুজোর আমেজ ধরা পড়ছে। তবে, এই আবহেই নাকি শেষ হচ্ছে স্টার জলসার (Star Jalsha) অন্যতম সেরা এবং বেঙ্গল টপার ধারাবাহিক! হঠাৎ করে দর্শকদের কোন পছন্দের ধারাবাহিক ইতি টানতে চলেছে এবার? এই নিয়ে স্টার জলসার দর্শকদের মধ্যে এখন একরকম চাপা উত্তেজনা তৈরি হয়েছে- ‘কথা’ (Kothha) না ‘গীতা এলএলবি’ (Geeta LLB), কোন ধারাবাহিকটা আগে বিদায় নেবে?
যদিও কিছুদিন আগেই নতুন ধারাবাহিক শুরু হওয়ায় ‘গীতা এলএলবি’কে নতুন একটি স্লটে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তবুও সন্দেহ কাটছে না অনেকের। কারণ টিআরপি যাই হোক না কেন, গল্পের ধারাবাহিকতা অনেক সময়েই শেষ করার সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। বিশেষ করে ‘কথা’ ধারাবাহিকে ইদানিং যেভাবে গল্পের গতি কমেছে, তাতে মনে হচ্ছে তারই ইতি টানতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ। একটা সময় ‘কথা’ ছিল স্টার জলসার অন্যতম চর্চিত ও দর্শকপ্রিয় ধারাবাহিক। কিন্তু ধীরে ধীরে সেই আকর্ষণ যেন হারিয়ে ফেলেছে।
মূল গল্প থেকে দূরে সরে গিয়ে এখন চরিত্রগুলোও যেন কেবলমাত্র চালিয়ে নেওয়ার মতো করে হাজির হচ্ছে পর্দায়। বিশেষ করে পুজোর আগেই যদি চিত্রার সমস্ত ষড়যন্ত্র ফাঁস হয়, তাহলে স্বাভাবিকভাবেই গল্পের মূল রসই আর থাকবে না। অনেকেই বলছেন, এই পর্দাফাঁসই হয়তো হবে ধারাবাহিকের ক্লাইম্যাক্স। অন্যদিকে, ‘গীতা এলএলবি’ যদিও এখনও তেমনভাবে জনপ্রিয়তা ধরে রাখতে পারছে না, তবুও এটিকে নতুন সময়সুচিতে জায়গা দেওয়া হয়েছে। এটাও একটা পরিষ্কার ইঙ্গিত যে, চ্যানেল কর্তৃপক্ষ এই ধারাবাহিকের ওপর এখনও কিছুটা ভরসা রাখছে।
সম্ভবত তারা চাইছে ধারাবাহিকটিকে একটু সময় দিয়ে নতুনভাবে গড়ে তুলতে। গল্পের পটভূমি এবং চরিত্রের গভীরতা এখনও ঠিক থাকায়, ধারাবাহিকটিতে আপাতত বন্ধ হওয়ার কোনও তাড়াহুড়ো দেখা যাচ্ছে না। এই রকম পরিস্থিতিতে দর্শকদের মনেও দোটানা তৈরি হয়েছে। অনেকেই হয়তো এখন আর ‘কথা’ নিয়মিত দেখেন না, তবুও হঠাৎ করে প্রিয় চরিত্রদের বিদায় নিতে দেখলে একটা খারাপ লাগা থেকেই যায়। আবার কেউ কেউ বলছেন, সময়ের সাথে সাথে পুরোনো ধারাবাহিকের জায়গা নতুনদের দিতে হয়-এটাই নিয়ম।
আরও পড়ুনঃ “ইন্ডাস্ট্রিতে আমায় কম্পিটিশন যদি কেউ থাকে, তাহলে সেটা আমি নিজে!” “নিজের মুখে যা বলিনি, তাই নিয়ে কথা বলাটা সাজে না…ব্যক্তিগত আক্রমণ হলে মুখ বুজে থাকব না!”— তিতিক্ষার সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জনে অবশেষে অবস্থান স্পষ্ট করলেন নন্দিনী দত্ত!
সবসময় গল্প বড় করে না টিআরপি, গল্পে নতুনত্ব আর আকর্ষণ থাকাটাই মূল বিষয়। সব মিলিয়ে স্টার জলসার এই সিদ্ধান্ত নিয়ে দর্শকদের মধ্যে নানা আলোচনা চলছে। সত্যিই কি ‘কথা’ এবার বিদায় নেবে? নাকি অন্য কোন চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য? যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, কিন্তু ইঙ্গিতগুলো দেখে অনুমান করাই যায় যে চিত্রার কীর্তির ফাঁস হতেই ‘কথা’ ইতি টানবে। আপনাদের মতে কোন ধারাবাহিক শেষ হওয়া প্রয়োজন? কথা শেষ হলে কি মিস করবেন আপনারা?