“সবাই ঠিক থাকলে তো পৃথিবী চলবে না…ভগবান আছেন!”— বিয়ের এক বছরেই পৌষমিতার স্বামীর মৃ’ত্যু! ভালোবাসার মানুষ হারিয়ে একা, তবু ভরসার জোরে বেঁচে রয়েছেন তিনি! অভিনেত্রী শোনালেন একাকিত্বের গল্প!

টেলিপাড়ার পরিচিত মুখ ‘পৌষমিতা গোস্বামী’র (Poushmita Goswami) জীবন যতটা আলোকিত ছিল পর্দায়, বাস্তব জীবন ততটাই রঙহীন হয়ে উঠেছিল এক সময়ে। তাঁর অভিনয় দক্ষতা, মিষ্টি ব্যবহার আর কাজের প্রতি নিষ্ঠা তাঁকে এনে দিয়েছিল অসংখ্য দর্শকের ভালোবাসা। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে তিনি এমন এক ক্ষত বয়ে চলেছেন, যার ব্যথা শব্দে বোঝানো সম্ভব নয়। একসময়ের সঙ্গী, ভালোবাসার মানুষ, তাঁর স্বামী ‘অর্ণব রায়’-এর (Arnab Roy) অকাল মৃ’ত্যু যেন এক মুহূর্তেই সবকিছু ওলটপালট করে দেয়।

পৌষমিতা এবং অর্ণবের সম্পর্কটা ছিল রঙিন, আবার জটিলতায় ভরপুরও। বিয়ের পরের সময়টা ভালো কাটলেও একসময় কিছু মতবিরোধ তৈরি হয় আর সেটাই তাঁদের আলাদা থাকতে বাধ্য করে। তবে সেই দূরত্ব মুছে ফেলেই তাঁরা নতুনভাবে একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছিলেন। দুর্ভাগ্যজনকভাবে, সেই সিদ্ধান্ত নেওয়ার আগেই অর্ণব চিরতরে চলে যান। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর এই হঠাৎ প্রয়াণ শুধু একজন স্বামীকে নয়, এক সহযোদ্ধা, এক সহকর্মীকেও কেড়ে নেয় পৌষমিতার কাছ থেকে।

স্বামীর মৃত্যুর মাত্র দু’দিনের মধ্যেই তিনি কাজে ফিরেছিলেন। এই সিদ্ধান্ত হয়তো অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে, কিন্তু এটাই ছিল তাঁর নিজের পাশাপাশি অর্ণবের স্মৃতির সঙ্গে বোঝাপড়ার এক চেষ্টা। কারণ অর্ণব চেয়েছিলেন, পৌষমিতা যেন কাজ নিয়ে থাকেন, নিজেকে পিছিয়ে না রাখেন। স্বামীর প্রোডাকশন হাউসের দায়িত্ব এখন একাই সামলাচ্ছেন তিনি, নিজের ভাঙাচোরা মন নিয়ে লড়াই করে যাচ্ছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। স্বামীকে হারিয়ে পৌষমিতা বলেছিলেন, “অর্ণবের ভালোবাসায় ছিলাম এটা ভুল, এখনও আছি!”

উল্লেখ্য, একটা সময়ে তাঁদের ভুল বোঝাবুঝি শেষ হয়ে গিয়েছিল, আবার কাছাকাছি আসার পরিকল্পনাও ছিল। কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। সম্পর্কটা অদৃষ্টের ইচ্ছেতেই ভেঙে যায়, কিন্তু মনের গভীরে থেকে যায় অসমাপ্ত গল্পের ভার। এই যন্ত্রণা তাঁর কথাতেও ফুটে উঠেছিল তখন, “সম্পর্কটা এভাবেই ভাঙলো, আর জোড়া লাগানো সম্ভবই না।” এই সমস্ত অভিজ্ঞতা তাঁকে ভেঙে না দিয়ে বরং আরও মজবুত করেছে। একাকীত্বের মাঝেও তিনি নিজের শক্তি খুঁজে পেয়েছেন ঈশ্বরে বিশ্বাস রেখে।

আরও পড়ুনঃ টিআরপি যুদ্ধের ময়দানে আবারও ‘পরিণীতা’র দাপট, আরও পিছিয়ে পড়ল ‘পরশুরাম’! অক্টোবরের শুরুতেই ধাক্কা! সেরা পাঁচের জায়গা ধরে রাখল কোন ধারাবাহিক? কে-ই বা অপ্রত্যাশিত ভাবে পড়ল বাদ?

তাঁর একটি কথা বিশেষভাবে না বললেই নয়, “সবাই ঠিক থাকলে পৃথিবী তো চলবে না, আবার সবাই খারাপ থাকবে এমনটাও নয়! কারণ মাথার উপর সবসময়ে ভগবান আছেন।” মানুষ হারিয়ে যায়, সম্পর্ক-স্বপ্ন ভেঙে পড়ে, কিন্তু কিছু একটা থাকে যা আমাদের ভেতরে শক্তি জোগায়। হয়তো সেটাই ভগবানের উপস্থিতি। আর সেই বিশ্বাস নিয়েই পৌষমিতা ধীরে ধীরে আবার জীবনকে আগলে ধরার চেষ্টা করছেন একটু একটু করে, নিজের মতো করে।