দেব আর শুভশ্রীর জুটি মানেই দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ। সম্প্রতি তাঁদের ছবি ধূমকেতু মুক্তির পর ফের আলোচনায় আসেন এই প্রাক্তন জুটি। কিন্তু মুক্তির পরেই শুরু হয় বিতর্ক। এক সাক্ষাৎকারে দেবের এক মন্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ করেন শুভশ্রী। এবার এই বিতর্কে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।
দেবকে প্রশ্ন করা হয়েছিল, যদি এখন ২০২৫ সালে ধূমকেতু বানানো হয়, তাহলে কি শুভশ্রীকে আবার নেবেন? উত্তরে দেব বলেন, শুভশ্রী এখন দুই সন্তানের মা, তাই তাঁর মুখের আগের মতো ইনোসেন্স আর নেই। সেই কারণেই হয়তো তাঁকে নায়িকার চরিত্রে নয়, পার্শ্ব চরিত্রে নেওয়া যেত। আর এই কথাই রীতিমতো আগুনে ঘি ঢালে।
শুভশ্রী পরে প্রতিক্রিয়া দিয়ে বলেন, “একটা সেন্সেবল মানুষ কীভাবে এমন মন্তব্য করতে পারে বুঝি না! আমার পার্শ্ব চরিত্র করতে আপত্তি নেই, কিন্তু একজন সহ-অভিনেতা হিসেবে এমন অসম্মানজনক মন্তব্য করা ঠিক নয়।” অভিনেত্রীর বক্তব্যে স্পষ্ট, দেবের কথায় তিনি গভীরভাবে আহত।
চিরঞ্জিত এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, “দেব খুব সরলভাবে বলেছে। প্রশ্নটাই এমন ছিল যে, এখন করলে একই কাস্টিং থাকবে কি না। ও বুদ্ধি করে ডিপ্লোম্যাটিকভাবে না বলে নিজের মতো করে উত্তর দিয়েছে। এতে ভুল কিছু নেই। মিডিয়া বিষয়টাকে অতিরিক্ত করে তুলেছে।” তিনি আরও বলেন, “শুভশ্রীর রাগও স্বাভাবিক। কিন্তু পুরো ব্যাপারটাই আসলে তৈরি করা বিতর্ক।”
আরও পড়ুনঃ “স্বামী থাকুক বা না, নারী সাদা পোশাক পরবে না আর নিরামিষ খাবে না!” “স্বাধীন হতে নারীকে নিজের খাদ্য-বস্ত্র-বাসস্থানের দায়িত্ব নিতে হবে” — অকপট দেবলীনা! ‘স্বাধীনতা দরকার নারী-পুরুষ সবারই’, ‘মধ্যযুগীয় ভাবনা, এখন এসব প্রাসঙ্গিক নয়!’— নেটিজেনদের স্পষ্ট জবাব!
দেব-শুভশ্রীর প্রেম একসময় ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট ছিল। বিচ্ছেদের পর ধূমকেতু ছিল তাঁদের শেষ একসঙ্গে কাজ করা ছবি। দীর্ঘ ১০ বছর পর ছবিটি মুক্তি পেয়েছে। এখন দেখা যাক, পুরনো ভুল বোঝাবুঝি মিটিয়ে তাঁরা আবার পর্দায় একসঙ্গে আসেন কি না—এই নিয়েই এখন টলিপাড়ায় নতুন গুঞ্জন।






