‘এবার অন্য কারোর গলায় ঝুলে পড়ব!’, শ্রীময়ীকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসার কথা ফাঁস করলেন কাঞ্চন মল্লিক!

টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সিনেমা কিংবা রিয়েল লাইফ, দু’জায়গাতেই তাঁদের জুটিকে নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। যেখানে যান, সেখানেই ভক্তরা তাঁদের ঘিরে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। বহু সময়েই এই দম্পতির রোম্যান্টিক মুহূর্ত ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি ‘চুপ কর’ নামের এক পেজ থেকে কাঞ্চন ও শ্রীময়ীর একটি মজার সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সেখানে তাঁদের করা কিছু উত্তর মুহূর্তে নেট দুনিয়ায় ঝড় তোলে। তাঁদের জিজ্ঞাসা করা হয়, যদি কোনও দিন ঘুম থেকে উঠে তাঁরা একে অপরের জায়গায় থাকেন, অর্থাৎ লিঙ্গ পরিবর্তন হয়ে যায়, তাহলে কী করবেন? প্রশ্ন শুনেই কাঞ্চনের উত্তর সবাইকে চমকে দেয়।

হেসে কাঞ্চন বলেন, “আমি যদি মেয়ে হতাম, তাহলে প্রথমেই টলিউডের সবার আগে বুম্বাদাকে প্রপোজ করতাম। আর যদি বলিউডে যাওয়ার সুযোগ হতো, তাহলে অবশ্যই হৃতিক রোশনের গলা জড়িয়ে ঝুলে পড়তাম!” তাঁর এই কথাতেই হাসির রোল ওঠে স্টুডিয়োতে। দর্শকরাও অভিনেতার রসিকতা শুনে মজে যান।

আরও পড়ুনঃ মাত্র ১৩ বছর বয়সে হারিয়েছেন বাবাকে, নিজের গয়না বেচে, সমস্ত সম্বল দিয়ে মা দাঁড় করিয়েছিলেন কাকাদের! তারাই পরে মুখ ফিরিয়ে নেয়! কঠিন লড়াই লড়ে আজ জীবন যুদ্ধে সফল সঙ্ঘশ্রী! স্বপ্নপূরণ করেছেন মায়ের!

তবে শুধু কাঞ্চনই নন, শ্রীময়ীও নিজের মনের কথা খোলাখুলি জানান। তিনি বলেন, “আমি যদি ছেলে হতাম, তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ছেলে হতে চাইতাম। ওঁর মধ্যে একরকম উজ্জ্বলতা আছে, যা আমাকে ভীষণ অনুপ্রাণিত করে। আর যদি আমি সাধারণ মানুষ হতাম, তাহলে আলিয়াকে ডেট করার ইচ্ছে হতো।”

এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পরই কাঞ্চনের মন্তব্য নিয়ে শুরু হয়েছে নেট দুনিয়ায় তুমুল আলোচনা। কেউ বলেছেন, “এটাই কাঞ্চনের আসল মজা করার ধরণ,” কেউ আবার লিখেছেন, “শ্রীময়ী সাবধান থাকুন, এবার কিন্তু হৃতিকের পালা!” সব মিলিয়ে এই দম্পতির রসিক ভিডিওতে হাসিতে মাতোয়ারা টলিপাড়া।