টলিউডের তরুণী অভিনেত্রী ‘অনন্যা গুহ’ (Ananya Guha) এখন শুধু অভিনয় নয়, ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছেন চর্চার কেন্দ্রে। খুব অল্প বয়সেই নিজের সিদ্ধান্তে চলতি বছরের শুরুতেই বাগদান করেছিলেন তিনি। পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে ‘সুকান্ত কুন্ডু’র (Sukanta Kundu) সঙ্গে রেজিস্ট্রি সেরেছেন ইতিমধ্যেই, আনুষ্ঠানিক বিয়েটা যদিও এখনও বাকি। এর মাঝেই হঠাৎ সুকান্তর সাম্প্রতিক একটি পোস্ট সমাজ মাধ্যমে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে সকলের মনে! যাঁরা এতদিন তাঁদের সম্পর্কের মিষ্টি মুহূর্ত দেখে অভ্যস্ত ছিলেন, তাঁরা আচমকা এমন দৃশ্য দেখে হতবাক।
অনন্যার জীবনে সুকান্ত শুধু বিশেষ মানুষ নন, দীর্ঘদিনের সঙ্গীও। দিদি অলকানন্দা গুহর মাধ্যমে পরিচয়, তারপর প্রেম, সবটাই যেন রূপকথার মতো এগিয়েছিল। একসঙ্গে ভিডিও বানানো, বিশেষ দিনগুলো একসঙ্গে কাটানো– তাঁদের অনুরাগীরা সেই মুহূর্তগুলোই দেখতেই ভালোবাসেন। সূত্রের খবর, এই বছরের শেষেই বা ২০২৬-এর শুরুতেই চার হাত এক হওয়ার পরিকল্পনাও রয়েছে দু’জনের। দীপাবলির সময় সুকান্তর পোস্ট সেই জল্পনা বাড়িয়েছিল আরও।
তাই স্বাভাবিকভাবেই বিয়ের এত কাছে দাঁড়িয়ে এমন অঘটন মনকে নাড়িয়ে দিয়েছে সবাইকে! কিন্তু কী এমন হয়েছে? সাম্প্রতিক যে ছবিটি সুকান্ত শেয়ার করেছেন, সেখানে তাঁকে দেখা গেছে সোফায় শুয়ে থাকতে। মাথা থেকে মুখ পর্যন্ত ব্যান্ডেজ বাঁধা, ডান হাতেও চোটের ইঙ্গিত, আর সেই মতো ব্যান্ডেজ। এদিকে ব্যান্ডেজের ফাঁক দিয়ে র’ক্তের দাগও স্পষ্ট! পোস্টে তিনি লিখেছেন, “কবে আবার পোস্ট করতে পারব জানি না! আজ সকালে শুট করতে গিয়ে এই অবস্থা… পাশে থেকো তোমরা।”
কীভাবে এমন চোট পেলেন, চিকিৎসা কোথায় চলছে, বা অন্য কিছুই জানাননি। আর সেই কারণেই জল্পনা বেড়েছে আরও কয়েকগুণ। যে সময়টায় সাধারণত দম্পতিরা কেনাকাটা, আমন্ত্রণ আর অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত থাকে, সেই সময়েই এমন অপ্রত্যাশিত ঘটনা মন খারাপ করে দিয়েছে পরিবার ও ভক্তদের। অনন্যার ব্যাচেলরেট পার্টির ছবিগুলো কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল, গোলাপি সাজ থেকে সাজানো ঘর আর বন্ধুদের হাসিতে ভরে উঠেছিল সেই সন্ধ্যা। সেখানেই দিদি অলকানন্দা ছিলেন পাশে, কিন্তু সুকান্ত ছিলেন না।
আরও পড়ুনঃ বছর শেষের আগেই ছোটপর্দায় ফিরছে মিঠাই? ম্যালেরিয়ার থেকে নানান অসুস্থতার ধাক্কা পেরিয়ে, ‘চিরদিনই তুমি যে আমার’-এর নায়িকা রূপে ফিরছেন সৌমিতৃষা? জল্পনা তুঙ্গে টেলিপাড়ায়!
যদিও তখন সেটা বিশেষ গুরুত্ব পায়নি, এখন অনেকেই সেই অনুপস্থিতির সঙ্গে সাম্প্রতিক ঘটনার যোগসূত্র খুঁজছেন। তবুও, সকলের আশা একটাই যে সুকান্ত দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এবং তাঁদের বিয়ে পরিকল্পনা মতোই সম্পন্ন হবে। সমাজ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা আর উদ্বেগের ঢল অব্যাহত। যদিও অনন্যা বা তাঁর পরিবার এখনও কোনও মন্তব্য করেননি, তবুও পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সুকান্তর অবস্থা খুব আশঙ্কাজনক নয়।






