“রাজনীতি করতে গেলে রাজনীতি নিয়ে পড়াশুনা জানতে হয়, শুধুমাত্র মঞ্চে দাঁড়ালেই হয় না”- অকপট স্বাগতা মুখার্জি! অভিনেত্রীর বক্তব্যেই কি প্রশ্নের মুখে পড়ল বঙ্গ-তারকাদের রাজনৈতিক ভূমিকা?

বাংলা বিনোদন জগতের সাম্প্রতিক ট্রেন্ডের দিকে তাকালে একটা বিষয় স্পষ্টভাবে চোখে পড়ে—অভিনেতা-অভিনেত্রীদের বড় অংশকেই আজকাল রাজনৈতিক মঞ্চে দেখা যাচ্ছে। কখনও নির্বাচনী প্রচারে, কখনও সভা-সমাবেশে, আবার কখনও সরাসরি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে দেখা যাচ্ছে পরিচিত মুখগুলোকে। এই প্রবণতা নিয়ে দর্শকদের মধ্যেও কৌতূহল কম নয়। কেউ মনে করছেন এটি সময়ের দাবি, আবার কেউ প্রশ্ন তুলছেন, অভিনয় জগতের মানুষদের রাজনীতিতে সক্রিয় হওয়া কতটা প্রয়োজনীয়।

এই প্রেক্ষাপটেই আলাদা করে নজর কেড়েছেন অভিনেত্রী স্বাগতা মুখার্জী। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বাংলা টেলিভিশন ও বিনোদন জগতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলনায়িকা চরিত্রে তাঁর সাবলীল অভিনয় তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। নেগেটিভ চরিত্র মানেই যে একঘেয়ে নয়, সেটা বারবার প্রমাণ করেছেন স্বাগতা।

পর্দায় বরাবরই শক্তিশালী, আত্মবিশ্বাসী চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে স্বাগতা বরাবর নিজের অবস্থান নিয়ে স্পষ্ট। বিনোদন জগতের বহু তারকা যখন রাজনৈতিক মঞ্চে নিয়মিত উপস্থিত, তখন স্বাগতাকে সেখানে প্রায় দেখা যায় না। এই অনুপস্থিতি নিয়েই সম্প্রতি তাঁকে প্রশ্ন করা হয়েছিল। দর্শক ও অনুরাগীদের মধ্যেও কৌতূহল ছিল, তবে কি ইচ্ছাকৃতভাবেই তিনি রাজনীতি থেকে দূরে থাকছেন?

এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী যে বক্তব্য রেখেছেন, তা বেশ বাস্তবধর্মী। স্বাগতা জানিয়েছেন, রাজনীতি করতে গেলে শুধুমাত্র মঞ্চে দাঁড়ালেই হয় না, তার জন্য রাজনীতি সম্পর্কে পড়াশোনা করা, বিষয়টি গভীরভাবে বোঝা জরুরি। নিজের কথায়, তিনি স্পষ্টই স্বীকার করেছেন যে রাজনীতি সম্পর্কে তাঁর সেই জ্ঞান বা প্রস্তুতি নেই। তাই অযথা এমন একটি ক্ষেত্রে নিজেকে জড়াতে চান না, যেখানে দায়িত্ব অনেক বেশি।

আরও পড়ুনঃ “কেউ মাফিয়া তো কেউ মেগাস্টার, অনেক তকমা দিয়েছে…তারপরও সিনেমা হলে আমি জায়গা পায়নি” পোস্টার ঝুললেও দক্ষিণ কলকাতার একাধিক হলে জায়গা পেল না দেবের ‘প্রজাপতি ২’! কার দিকে আঙুল তুললেন দেব? শুরু নতুন বিতর্ক!

সবশেষে স্বাগতা মুখার্জী জানিয়েছেন, তিনি যেটা জানেন, যেটা তিনি ভালোবাসেন অর্থাৎ অভিনয়—সেটাকেই মন দিয়ে করে যেতে চান। নিজের কাজের জায়গায় সৎ থাকার এই মানসিকতাই তাঁকে আলাদা করে তোলে। রাজনীতির আলো-আঁধারি থেকে দূরে থেকে, অভিনয়ের মাধ্যমেই দর্শকদের সঙ্গে তাঁর সম্পর্ক বজায় রাখতে চান স্বাগতা, আর সেটাই যেন তাঁর কাছে সবচেয়ে বড় পরিচয়।

You cannot copy content of this page