টিআরপি তালিকায় বড়দিনের ডবল ধামাকা! শীর্ষে জি বাংলার ‘পরিণীতা’ ও স্টার জলসার ‘পরশুরাম’! শুরুতেই তালিকায় স্থান দখল করলো ‘তারে ধরি ধরি মনে করি’! বছরের শেষে বাকি ধারাবাহিকের অবস্থান কোথায়?

বাংলা টেলিভিশনের ধারাবাহিক মানেই দর্শকদের আবেগ, অভ্যাস আর দৈনন্দিন জীবনের অঙ্গ। দিনের কাজ শেষে কিংবা রাতের নির্দিষ্ট সময়ে প্রিয় চরিত্রদের গল্পে ডুবে যাওয়াই বহু বাঙালি পরিবারের রোজকার রুটিন। কখনও নায়িকার চোখের জল, কখনও নায়কের লড়াই, আবার কখনও পারিবারিক টানাপোড়েন—সব মিলিয়ে ধারাবাহিকের গল্পে নিজের জীবনের ছায়া খুঁজে পান দর্শক। সেই আবেগেরই প্রতিফলন দেখা যায় প্রতি সপ্তাহের টিআরপি তালিকায়।

এই আবেগের মাপকাঠি হল টিআরপি। কোন ধারাবাহিক কতটা দর্শকের মন জয় করতে পারল, তা স্পষ্ট হয়ে যায় এই রেটিংয়ে। সপ্তাহের পর সপ্তাহ ধরে টিআরপি তালিকা দেখেই বোঝা যায় কোন গল্প দর্শকদের ধরে রাখতে পারছে আর কোন ধারাবাহিক একটু পিছিয়ে পড়ছে। চলতি সপ্তাহের টিআরপি তালিকাও তাই যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই সপ্তাহে শীর্ষস্থানে রয়েছে ‘পরিণীতা’এবং ‘পরশুরাম’, যাদের টিআরপি ৭.১। গল্পের টানটান মোড় ও চরিত্রগুলির আবেগী অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে বলেই মত টেলি বিশেষজ্ঞদের। খুব কাছাকাছি দ্বিতীয় স্থানে রয়েছে ‘রাঙ্গামতি’—টিআরপি ৭.০। অল্পের জন্য প্রথম স্থান হাতছাড়া হলেও জনপ্রিয়তায় যে ধারাবাহিকটি পিছিয়ে নেই, তা স্পষ্ট।

আরও পড়ুনঃ শুভশ্রীর অভিনয়ে আপ্লুত কবীর সুমন, ক্ষমা চেয়ে আবেগঘন বার্তা গায়কের! অভিনয়ের প্রশংসা শুনে চোখের জল নায়িকার

তৃতীয় স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ (৬.৮)। নিয়মিত গল্পের গতি ও আবেগই এই ধারাবাহিকের বড় শক্তি। চতুর্থ স্থানে যুগ্মভাবে রয়েছে ‘ও মোর দরদিয়া’ ও ‘বিদ্যা ব্যানার্জি’, দু’টিরই টিআরপি ৬.৭। পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’—টিআরপি ৬.০।

দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ টিআরপি তালিকা—
১) পরিণীতা, পরশুরাম – ৭.১
২) রাঙ্গামতি– ৭.০
৩) তারে ধরি ধরি মনে করি– ৬.৮
৪) ও মোর দরদিয়া, বিদ্যা ব্যানার্জি – ৬.৭
৫) লক্ষ্মী ঝাঁপি – ৬.০

You cannot copy content of this page