স্টার জলসায় আবার আসছে একটি নতুন সিরিয়াল। শোনা গেছে এই গল্প প্রেম ভালোবাসা নিয়ে হতে চলেছে। ঠিক অনেকটা মন ফাগুন সিরিয়ালের মতোই। এই বিষয়ে বিস্তারিত জানতে পুরোটা পড়ুন।
আসলে স্টার জলসায় শন-সৃজলার মন ফাগুন হিট হওয়ার পর থেকে জলসা ভক্তরা চাইছে আবার একটা প্রেমের টাটকা গল্প আসুক। তাই দর্শকদের কথা মাথায় রেখে আসছে আবার একটি প্রেমের গল্প।
এই সিরিয়ালের নাম সুফিয়ার ভালোবাসা। দুটো মানুষ অনেক বাধা পেরিয়ে অবশেষে এক হবে, এটাই হলো গল্প। কিন্তু এটা কোনো বাংলা গল্প নয়। ২০১৯ সালে স্টার ভারতে একটি সিরিয়াল টেলিকাস্ট হতো যার নাম “সুফিয়ানা প্যায়ার মেরা”। তারই বাংলা অনুকরণ আসছে জলসায় যার নাম সুফিয়ার ভালোবাসা। হিন্দি সিরিয়ালে যাদের দেখা গেছে মুখ্য ভূমিকায় তারাই আবার থাকছে। কারণ এটা হিন্দির বাংলা ডাবিং।
২০১৯ এ নাকি এই সিরিয়াল খুব হিট হয়। তাই চ্যানেলের জনপ্রিয়তা বাড়াতে বাংলা ডাবিং আনা হয়েছে। দেখার বিষয় হিন্দিতে যতটা নাম করেছে বাংলার ক্ষেত্রেও ততটাই ভালো লাগে কিনা। তবে এখানে একটা অদ্ভুত বিষয় হলো যেখানে প্রতিপক্ষ বড় বড় গল্প নিয়ে সিরিয়ালে আনছে সেখানে জলসা ডাবিং আনছে। এটাই কি তবে হিট হওয়ার নতুন স্ট্র্যাটেজি?
“অনেকে আমাকে নিয়ে কার্টুন আঁকেন, বেশ লাগে! আমার স্ত’ন এতটা সুন্দর না, যতটা তাঁরা আঁকেন।”— নিজের ‘স্ত’ন-ফোকাসড’ কার্টুন প্রিন্ট করে রেখেছেন! স্বস্তিকার এই হাটখোলা স্বীকারোক্তিতে নেটপাড়ার লজ্জা!