নতুন ধারাবাহিক ‘চিরসখা’ স্টার জলসায় সম্প্রচারিত হতে চলেছে, যেখানে অভিনয় করছেন অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায়। লীনা গঙ্গোপাধ্যায়ের রচনা ও প্রযোজনায় নির্মিত এই সিরিয়ালে অপরাজিতা ‘কমলিনী’ এবং সুদীপ ‘স্বতন্ত্র’ চরিত্রে অভিনয় করছেন। গল্পটি মধ্যবয়সী দুই ব্যক্তির না বলা ভালোবাসার সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।
জি বাংলার ২০১৫ সালের জনপ্রিয় ধারাবাহিক ‘কোজাগরি’ – তে অপরাজিতা ঘোষ ও রাজা গোস্বামী একে অপরের বিপরীতে নায়ক নায়িকার চরিত্রে নজর কেড়েছিলেন। এবার এক ভিন্ন অবতারে হাজির হয়েছেন। ১০ বছর আগের সেই নায়িকা-নায়ক জুটি এবার এক নতুন মোড়কে টেলিভিশনের পর্দায় ফিরেছেন, তবে এবার অপরাজিতা ঘোষকে দেখা যাবে রাজার মায়ের চরিত্রে। স্টার জলসার আসন্ন ধারাবাহিক চিরসখা-তে তিনি এই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
দর্শকেরা ইতিমধ্যেই ধারাবাহিকটির কাহিনীকে শ্রীময়ী সিরিয়ালের সঙ্গে তুলনা করছেন। প্রথম পর্ব মুক্তির আগেই যথেষ্ট কটাক্ষের মুখে পড়ছে এই ধারাবাহিক। “অনেকেই বলছেন গল্পটা শ্রীময়ীর মতোই শুধু অনিন্দ্য মারা গেছে আর রোহিত সেন ঘরের লোক হয়ে গেছে।” ব্যঙ্গ করে অনেকেই এই নতুন ধারাবাহিকটিকে শ্রীময়ীর মতোই পরকীয়ার একটি ধারাবাহিক বলে কটাক্ষ করছে।
চিরসখা-র গল্প এক স্বাধীনচেতা মহিলার জীবনের উত্থান-পতনের কাহিনী। অপরাজিতা ঘোষের চরিত্রটি সেই মহিলার সংগ্রামী জীবনের এক অপরিহার্য অংশ, যেখানে তিনি একজন মা হিসেবে পরিবার ও সমাজের সঙ্গে তার সম্পর্কের দ্বন্দ্ব দেখান। অনেক দর্শকই বলছেন যে ধারাবাহিকটির গল্প ও চরিত্রায়ন শ্রীময়ী ধারাবাহিকের সঙ্গে মিল রয়েছে। শ্রীময়ীর মতোই এখানে একজন নারীর আত্মপরিচয়ের জন্য লড়াই ফুটিয়ে তোলা হয়েছে।
আরও পড়ুনঃ “দেব যদি সাহায্য করত, তাহলে এই ছবির বানাতে পাঁচ বছর অপেক্ষা করতে হত না”- অকপটে উত্তর রুক্মিণীর!
অপরাজিতা ঘোষ দাস দীর্ঘ বিরতির পর এই ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন। তিনি বলেন, “কমলিনীকে আমি বুঝতে পারি। কমলিনীকে পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ।” স্টার জলসার আসন্ন ধারাবাহিক চিরসখা কতটা আশানুরূপ ফল করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।