টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ‘সাহেব চট্টোপাধ্যায়’ (Saheb Chatterjee) দীর্ঘদিন ধরে অভিনয় ও সংগীত জগতে নিজের দক্ষতা প্রমাণ করে আসছেন। একদিকে তাঁর সংলাপ বলার সাবলীল ভঙ্গি, অন্যদিকে গানের প্রতি অগাধ ভালোবাসা তাঁকে বাংলার বিনোদন জগতে আলাদা পরিচিতি এনে দিয়েছে। ধারাবাহিক থেকে বড় পর্দা— সর্বত্রই তিনি সাবলীল। অভিনয়ের পাশাপাশি সংগীতের ক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য। বিভিন্ন মঞ্চে ও অনুষ্ঠানে গান গেয়ে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন।
যা তাঁকে বাংলা ইন্ডাস্ট্রিতে (Tollywood) আরও শক্তিশালী অবস্থান এনে দিয়েছে। তাঁর অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক এবং চলচ্চিত্র দর্শকদের মনে দাগ কেটেছে। বাংলা বিনোদন জগতে দীর্ঘদিন কাজ করার পর এবার বলিউড (Bollywood) থেকেও বড় অফার এসেছিল তাঁর কাছে। বলিউডের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’র (Anupamaa) নির্মাতারা একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য সাহেব চট্টোপাধ্যায়কে প্রস্তাব দিয়েছিলেন। এই ধারাবাহিকে বাঙালি অভিনেত্রী ‘রূপালি গঙ্গোপাধ্যায়’ (Rupali Ganguly) মুখ্য ভূমিকায় অভিনয় করছেন।
শুরুর দিন থেকেই এটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। রাজন শাহী প্রযোজিত এই ধারাবাহিকটি বছরের পর বছর ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে, আর বর্তমানে গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘প্রেম’ (শিবম খাজুরিয়া) ও ‘রাহি’ (অদ্রিজা রায়)। সূত্রের খবর, ধারাবাহিকের গল্পকে নতুন মোড় দিতে কাহিনিকে কয়েক বছর এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং সেই নতুন অধ্যায়ের জন্যই সাহেব চট্টোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁকে মাসে ১৫-২০ দিন শুটিং করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল।
কিন্তু অবশেষে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এই প্রসঙ্গে সাহেব বলেন, “খুব গুরুত্বপূর্ণ চরিত্রের প্রস্তাব এসেছিল, তবে বলিউড এবং টলিউডের বেশ কয়েকটি নতুন কাজের সুযোগ আসায় ধারাবাহিকে যুক্ত হওয়া সম্ভব হলো না।” মূলত কলকাতার কাজ এবং ব্যক্তিগত ব্যস্ততার কারণেই তিনি মুম্বাইয়ে শিফট করতে চাননি বলে জানা গিয়েছে। যদিও বলিউডের ধারাবাহিকের মাধ্যমে নতুন একটি বড় প্ল্যাটফর্মে নিজেকে তুলে ধরার সুযোগ ছিল, তবে সাহেব মনে করেন, বর্তমানে তাঁর হাতে থাকা অন্যান্য প্রকল্পই তাঁর জন্য উপযুক্ত।
আরও পড়ুনঃ “শোয়ার নেশায় টাকা আর প্রেম বিলিয়ে যায়”! মা চন্দনার বিতর্কিত মন্তব্যের মাঝেই অহনার বার্তা, “আমার মেয়ে নিজে বিয়ে করে সুখী হলে ওকে বুক দিয়ে আগলাব”!
তাঁর ভক্তদের একাংশ মনে করছেন, বাংলা ইন্ডাস্ট্রিতেই তিনি যথেষ্ট সফল এবং তাই নতুন করে বলিউডের ধারাবাহিকে যুক্ত হওয়ার তাগিদ অনুভব করেননি। ‘অনুপমা’র মতো একটি জনপ্রিয় ধারাবাহিকে সুযোগ পাওয়া অনেক অভিনেতার স্বপ্ন, তবে সাহেব নিজে থেকেই সেই সুযোগ ছেড়ে দিলেন। যদিও নির্মাতারা তাঁর পরিবর্তে অন্য কোনও অভিনেতাকে নেবেন, তবে এখনও সেই নাম চূড়ান্ত হয়নি। অনেকে মনে করছেন, সাহেব ‘অনুপমা’-তে যোগ দিলে ধারাবাহিকের নতুন অধ্যায় আরও আকর্ষণীয় হয়ে উঠত।
অভিনেতা স্পষ্টভাবে জানান, কলকাতায় তাঁর বাংলা থিয়েটার, টেলিভিশন এবং সংগীতের কাজ একসঙ্গে সামলানো তাঁর পক্ষে কঠিন হয়ে যেত। তাই ভেবেচিন্তেই তিনি ‘অনুপমা’-র মতো বড় সুযোগকে প্রত্যাখ্যান করেন।এখন দেখার বিষয়, সাহেব চট্টোপাধ্যায়ের আসন্ন কাজগুলো দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে। তাঁর সিদ্ধান্ত নিয়ে নানা জল্পনা থাকলেও, টলিউড ও বলিউড— দুই ক্ষেত্রেই তিনি নিজের প্রতিভা দিয়ে নতুন কিছু উপহার দিতে প্রস্তুত!