অলকা, শ্রেয়া, সুনিধিদের ভাগ্যে একটা পদ্ম সম্মান জুটলো না! কিশোর কুমারের কথা তো বাদই দিলাম! কেন এমন বঞ্চনা? ক্ষোভ প্রকাশ সোনুর!

দু’দিন আগেই কেন্দ্র সরকার ঘোষণা করেছে এবছরের পদ্ম পুরস্কারের তালিকা। সেই তালিকায় বাংলা এবং বাঙালিদের গর্বিত করেছেন অরিজিৎ সিং এবং মমতা শঙ্কর। তবে এর মধ্যেই রবিবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। বিস্ময় প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, কেন এখনও কিশোর কুমার, অলকা ইয়াগনিক, শ্রেয়া ঘোষাল এবং সুনিধি চৌহানের মতো প্রতিভাবান শিল্পীরা পদ্ম পুরস্কারের উপযুক্ত সম্মান পাননি।

একটি ভিডিও বার্তায় সোনু জানান, “আমাদের দেশের এমন দুই গায়ক রয়েছেন যাঁরা বিশ্বজুড়ে শিল্পীদের অনুপ্রাণিত করেছেন। তাঁদের মধ্যে একজন মহম্মদ রফি, যিনি শুধুমাত্র পদ্মশ্রী পেয়েছেন। আরেকজন কিশোর কুমার, যাঁর ঝুলিতে কোনও পদ্ম পুরস্কারই আসেনি। কেন এমন বঞ্চনা?”

তিনি আরও বলেন, “অলকা ইয়াগনিকের দীর্ঘ ও অসামান্য সঙ্গীত জীবনের পরেও তিনি কোনও পদ্ম পুরস্কার পাননি। শ্রেয়া ঘোষাল এবং সুনিধি চৌহানের মতো শিল্পীরাও একইভাবে উপেক্ষিত।” তিনি আরও বলেন, “বিভিন্ন ক্ষেত্রের এমন অনেকেই রয়েছেন যাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত।”

ভিডিওর শেষে সোনু তাঁর ভক্তদের কাছে জানতে চান, এমন কোন শিল্পী বা ব্যক্তিত্ব রয়েছেন যাঁরা যোগ্যতা থাকা সত্ত্বেও পদ্ম সম্মান পাননি। সোনু ভক্তদের মতামত জানতে চান এবং লেখেন, “ভারত এবং পদ্ম পুরস্কার থেকে বঞ্চিতরা।” এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে শিল্পী শ্রদ্ধা পণ্ডিত লেখেন, “যাক, কেউ তো সত্যি কথা বললেন।”

আরও পড়ুনঃ নায়ক-নায়িকা থেকে সোজা মা-ছেলের চরিত্রে! ‘অল্পবয়সী মায়ের এমন দামড়া ছেলে হয়’, অপরাজিতা, রাজাকে দেখে হাসাহাসি দর্শকদের!

উল্লেখ্য, ২০২২ সালে সোনু নিগম নিজে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। তবে তিনি এক সাক্ষাৎকারে জানান, পুরস্কার গ্রহণের আগে মনে হয়েছিল এই সম্মান অনেক দেরিতে এসেছে। কিশোর কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবিও দীর্ঘদিন ধরে তাঁর ভক্তরা জানিয়ে আসছেন।

You cannot copy content of this page