বাংলা টেলিভিশনে সাপ্তাহিক টিআরপি তালিকা (TRP List) মানেই নতুন উত্তেজনা, নতুন প্রতিযোগিতা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পরিসংখ্যান প্রকাশ হতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কোন ধারাবাহিক কতটা এগোল আর কোন গল্প নতুন করে দর্শক মন জয় করল। বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর প্রকাশিত এই তালিকা দেখাল যে দৌড়ে এগিয়ে থাকার লড়াই এবার আরও কঠিন! কারণ সেরা পাঁচে জায়গা করে নেওয়া ধারাবাহিকগুলোর প্রতিটি গল্পই দর্শকমনে আলাদা করে ছাপ ফেলেছে। আর এর মাঝেই সবচেয়ে বড় চমক এনে দিল সদ্য শুরু হওয়া একটি ধারাবাহিক, যা প্রথম সপ্তাহেই নজর কেড়েছে দর্শকদের!
এই সপ্তাহের শীর্ষস্থানে রয়েছে স্টার জলসার শক্তিশালী ধারাবাহিক ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parshuram: Ajker Nayok), ৭.০ নম্বর নিয়ে। অন্যায়ের বিরুদ্ধে লড়াইকে কেন্দ্র করে গড়া এই গল্প টিআরপির দৌড়ে এবারও শীর্ষে রয়েছে। প্রধান চরিত্রের দৃঢ়তা, পরশুরামকে এই সপ্তাহেও দর্শকপছন্দে এক নম্বরে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসারই আরও এক ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee), ৬.৮ নম্বর পেয়ে। চরিত্রের শক্তি, সাহস আর লড়াইয়ের গল্প দর্শককে গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে।
তৃতীয় স্থানে এবারও নিজের জায়গা ধরে রেখেছে জি বাংলার পরিচিত ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta), ৬.৭ নম্বর নিয়ে। পারুলের লড়াই এবং পারিবারিক আবহ এই ধারাবাহিককে নিয়মিতভাবে দর্শক টানছে পর্দার সামনে। চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় প্রেমকেন্দ্রিক ধারাবাহিক ‘চিরসখা’ (Chiroshokha), ৬.৫ নম্বর পেয়ে। সম্পর্কের সূক্ষ্ম আবেগ ও গল্প বলার ভঙ্গিতে ধারাবাহিকটি আবারও প্রমাণ করল যে এমন গল্পের আলাদা আকর্ষণ সবসময়ই থাকে। পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj), ৬.২ নম্বর নিয়ে।
তবে টিআরপি তালিকার আসল চমক লুকিয়ে রয়েছে ট্রেন্ডিং তালিকায়। সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘মিলন হবে কত দিনে’ (Milon Hobe Koto Dine) প্রথম সপ্তাহেই ৪.৫ নম্বর পেয়ে দারুণ সাড়া ফেলেছে। আরও বড় কথা, ‘গাঁটছড়া’ ধারাবাহিকের জনপ্রিয় জুটি শোলঙ্কি-গৌরব আবার একসঙ্গে ফিরেছে এই নতুন গল্পে আর দর্শক তাদের দেখে যেন পুরনো ভালোবাসা নতুন করে উপভোগ করছে। শুরুতেই এমন প্রতিক্রিয়া পাওয়াই প্রমাণ করছে এই ধারাবাহিকের সম্ভাবনা কতটা উজ্জ্বল। একইসঙ্গে ‘মিলন হবে কত দিনে’ ও ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) যৌথভাবে ৪.২ পয়েন্ট পেয়েছে ১৫ মিনিটের স্লটে।
যা আরও নজরকাড়া সাফল্য। ট্রেন্ডিং তালিকায় আরও রয়েছে ‘কনে দেখা আলো’ (Kone Dekha Alo) ৫.৪ নম্বর নিয়ে, যা অল্প সময়েই দর্শকের মনোযোগ আকর্ষণ করেছে। ‘তুই আমার হিরো’ (Tui Amar Hero) পেয়েছে ৫.১, আর ‘কম্পাস’ (Compass) এই সপ্তাহে স্থিরভাবে ৫.০ নম্বরে। সব মিলিয়ে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের টিআরপি তালিকা পরিষ্কার করে দিল যে নতুন গল্প, পুরনো জুটির প্রত্যাবর্তন এবং চমকপ্রদ মোড়ের সমন্বয়েই বাংলা টেলিভিশনের জনপ্রিয়তা এখন আরও বহুগুণে বেড়েছে।
আরও পড়ুনঃ ‘এআই যেভাবে আক্রমণ করছে… কিছুদিন আর শুধু ডাবিং আর্টিস্ট থাকবে, আমাদের আর তো কেউ নেবে না!’ প্রযুক্তির আগ্রাসনে শিল্প-সংস্কৃতি পুরোপুরি বদলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন মানসী সিনহা! প্রশ্ন তুললেন মানবশিল্পীর ভবিষ্যৎ নিয়ে!
এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for 2nd Week of December | 11th Dec | Thursday | BT •• পরশুরাম 7.0
2nd •• বিদ্যা ব্যানার্জি 6.8
3rd •• পরিণীতা 6.7
4th •• চিরসখা 6.5
5th •• রাঙামতি 6.2
Trending
মিলন হবে কত দিনে (প্রথম সপ্তাহ) 4.5
মিলন হবে কত দিনে + গৃহপ্রবেশ (15 min) 4.2
কনে দেখা আলো (45 min) 5.4
কম্পাস 5.0
তুই আমার হিরো 5.1






