সুকান্ত-সায়কের ‘বড়লোকিয়া গেম শো’-তে ফিরল ‘রোজগেরে গিন্নি’র আবেগ! হুবহু ‘রোজগেরে গিন্নি’র মতোই শেষ রাউন্ড! জিনিস অদল-বদলের খেলায়, পুরনো দিনের নস্টালজিয়ায় ভাসছে নেটিজেনরা!

একটা সময় ছিল, যখন প্রতিদিন হাজার হাজার বাঙালি গৃহিণী টিভির সামনে বসে যেতেন, শুধুমাত্র ‘রোজগেরে গিন্নি’ (Rojgere Ginni) দেখার জন্য। শুধু মায়েরা নয়, তাঁদের সন্তানরাও আঁচলে ধরে বসে থাকত সেই শোয়ের মজা উপভোগ করতে। হাসি-আনন্দের খেলায় গিন্নিরা হয়ে উঠতেন বাংলার সুপারস্টার। ২০০১ সালে ‘ইটিভি বাংলা’ শুরু করেছিল এই যুগান্তকারী গেম শো, যা নন-ফিকশন টেলিভিশনের ইতিহাসে তৈরি করেছিল এক নতুন ধারা। কিন্তু সময়ের নিয়মে ২০১২ সালে বন্ধ হয়ে যায় এই জনপ্রিয় অনুষ্ঠানটি। তবে তার নস্টালজিক প্রভাব এখনো দর্শকহৃদয়ে অটুট।

এই আবেগেই যেন নতুন করে আগুন ঢেলেছে ইউটিউব দুনিয়ার দুই প্রিয় মুখ সুকান্ত কুন্ডু এবং সায়ক চক্রবর্তী। সম্প্রতি তাঁদের পরিচালনায় শুরু হয়েছে একেবারে অন্যরকম গেম শো—‘বড়লোকিয়া গেম শো’ (Borolokia Game Show) । সেলেবদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে খুনসুটি, গল্প, এবং গেমে মেতে ওঠেন সায়ক-সুকান্ত জুটি। যদিও শো-এর মূল কাঠামো আলাদা, তবে একটি বিশেষ রাউন্ড সকলকেই ফিরিয়ে নিয়ে গেছে সেই পুরনো ‘রোজগেরে গিন্নি’ দিনে।

শোয়ের শেষ রাউন্ডে রয়েছে ‘জিনিস অদল-বদল’—একটা খেলা, যেখানে পাল্টে যাওয়া জিনিসের অতীত অবস্থান সনাক্ত করতে পারলেই মিলবে পুরষ্কার। আর এই অংশটি হঠাৎ করেই দর্শকদের মনে করিয়ে দিয়েছে সেই রোজগেরে গিন্নির বিখ্যাত চ্যালেঞ্জ, যেখানে গিন্নিরা এই রাউন্ড খেলে সংগ্রহ করতেন দামি উপহার। এই খেলাই ছিল শো-এর সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় অংশ।

সমাজ মাধ্যমেও এখন ‘বড়লোকিয়া গেম শো’-এর এই অংশকে ঘিরেই মূলত শেয়ার আর মন্তব্যের ঝড় উঠেছে। সেই সোনালি দিনে টিভির পর্দায় যে উষ্ণতা ও ঘরোয়া আবেগ ‘রোজগেরে গিন্নি’ তৈরি করেছিল, ‘বড়লোকিয়া গেম শো’ যেন তা নতুন প্রজন্মের উপযোগী করে ফিরিয়ে এনেছে। যদিও এই শোটি ইউটিউব ভিত্তিক, এবং বেশিরভাগ অংশজুড়ে থাকে মজার মুহূর্ত আর সেলেব গসিপ।

আরও পড়ুনঃ আমিষ খাইয়ে বৈধব্য ভাঙল নতুন, আবেগে ভেসে নিজের ভালোবাসা স্বীকার করল কমলিনী! চন্দ্র-বর্ষার ষড়’যন্ত্রে গয়না চু’রিতে ফাঁসল কমলিনী! পুলিশ ডাকার হুমকি সোহিনীর! এবার কমলিনীকে কীভাবে বাঁচাবে স্বতন্ত্র?

তবে এই একটি রাউন্ড পুরনো দর্শকদের কাছে রীতিমতো আবেগময় হয়ে উঠেছে। নেটিজেনরা মনে করছেন, বাংলার টেলিভিশনের ইতিহাসে ‘রোজগেরে গিন্নি’ যতটা গুরুত্বপূর্ণ, তেমনই এখনকার ডিজিটাল দুনিয়ায় ‘বড়লোকিয়া গেম শো’ হতে পারে নতুন এক মাইলস্টোন। পুরনোকে সম্মান জানিয়ে, নতুনকে জায়গা দেওয়ার এই প্রয়াস যেন একটা প্রজন্মকে আবেগ আর বিনোদনের সেতুবন্ধনে বেঁধে ফেলেছে।