‘আমি আর পারছি না!’, চাঞ্চল্যকর পোস্টে সোহিনী-শোভনের সংসার ভাঙনের ইঙ্গিত? এক বছর যেতে না যেতেই স্বামী-শ্বশুরবাড়ির ব্যবহারে সহ্যের বাঁধ ভাঙল অভিনেত্রীর! মাঝে রাতে নিজের বাড়ি ছেড়ে, অন্য টলি অভিনেত্রীর বাড়ি উঠলেন তিনি! ঠিক কী ঘটেছে?

এক বছরের মাথায় কি ভাঙনের মুখে সোহিনী সরকার (Sohini Sarkar) এবং শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovan Ganguly) সংসার? সম্প্রতি সমাজ মাধ্যমে ঘুরে বেড়ানো এক পোস্টকে ঘিরে এমনই জল্পনা ছড়িয়েছে টলিপাড়ায়। নায়িকার মুখে এমন কথা, “ফ্রী আছিস রে? আমি তোর বাড়ি আসছি। ও আবার আমার সাথে ওরম করেছে… সবার সামনে… আমি আর মেনে নিয়ে পারছি না!” শুনে অনেকেই আঁতকে উঠেছেন। যাঁরা তাঁদের দু’জনকে একসঙ্গে দেখেছেন, তাঁদের কাছে বিষয়টা যেন একেবারেই অপ্রত্যাশিত!

সুখী দম্পতির ছবিতে ফাটল ধরল কি না, এই প্রশ্ন এখন ঘুরছে দর্শকের মনে। তবে আসল ঘটনা কী? কেনই বা এমন অদ্ভুত পোস্ট? কী ঘটেছে যে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? প্রসঙ্গত, সোহিনী এবং শোভনের সম্পর্কের বয়স খুব বেশি হয়নি এখনও। ২০২৩ সালের শেষে শুরু হওয়া তাঁদের সম্পর্ক খুব দ্রুতই গভীর বন্ধনে পরিণত হয়। প্রেমের খবর প্রকাশ্যে না আনলেও, দু’জনের একান্তই নিজেদের সংসার গড়ে তোলেন। গত বছর পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা।

একইভাবে হয় বৌভাতের অনুষ্ঠানও। শোভনের গানের জগৎ ও সোহিনীর শুটিংয়ের ব্যস্ততার মাঝেও সংসারের উষ্ণতা বজায় রেখেছেন এই তারকা জুটি। একে অপরের কেরিয়ারকে সমান মর্যাদা দিয়ে এগিয়েছেন তাঁরা। শোভনকে প্রায়ই স্ত্রীর নতুন ছবির প্রিমিয়ারে দেখা যায়, প্রশংসা করতে করতে চোখে-মুখে গর্ব থাকে স্পষ্ট তাঁর। বর্তমানে দক্ষিণ কলকাতার ফ্ল্যাটেই তাঁদের ছোট্ট সংসার। হেসে খেলে একে অপরের পেশার সাফল্যে গর্বে ভরপুর তাঁদের জীবনে যেন হঠাৎ করেই ঝড়ের আভাস!

তবে, নিজের সেই কথা প্রকাশ্যে আনেননি। বরং সহ অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর সদ্য করা পোস্টে সোহিনী-শোভনের দাম্পত্যের গোপন কথা হয়েছে ফাঁস! এখন প্রশ্ন উঠছে, বাইরে থেকে দেখে এই দম্পতিকে যতটা সুখী মনে হয়, ভেতরে কি রয়েছে ততটাই ফাঁক? ঋতাভরীর করা সেই পোস্টে দেখা গেল, তার সঙ্গে সোহিনীর কথোপকথনের একটি ছবি। যা দেখে স্বাভাবিকভাবেই প্রথমেই অনেকে ঘাবড়ে গিয়েছিলেন। কিন্তু পরবর্তী অংশ পড়তেই সবটা পরিষ্কার হয়ে গেল যে, এটি নিছক কোনও আসন্ন ছবির প্রচারকৌশল মাত্র!

আরও পড়ুনঃ জনপ্রিয় নায়ক, প্রযোজকের ঘনিষ্ঠ হয়েও হাতে কাজ নেই টলিপাড়ার উঠতি নায়িকার! কী করলে মিলবে কাজ?

অর্থাৎ ঋতাভরী আর সোহিনীর নতুন ছবি আসতে চলেছে, যার গল্পের কিছুটা আভাস মিলেছে এই পোস্টের মাধ্যমে। সম্পর্কের কোনও তিক্ততা নয়, বরং অভিনব প্রচারণা ছিল এর নেপথ্যে। তাই যারা ভয় পেয়েছিলেন, দম্পতির সম্পর্কে ভাঙন নিয়ে, তাদের চিন্তার কিছু নেই। বরং আগের মতোই ভালোবাসায় ভরা তাঁদের দাম্পত্য, আর কাজের ব্যস্ততার মধ্যেও সোহিনী ও শোভন একে অপরের শক্তি হয়ে থাকছেন প্রতিদিন। আগামীতেও থাকবেন আশা করা যায়।

You cannot copy content of this page