বড় পর্দায় মহুয়া রায়চৌধুরীর জীবনকাহিনি নিয়ে ছবির ঘোষণার পর থেকেই নানা আলোচনা চলছিল। আগেই জানা গিয়েছিল যে মুখ্য চরিত্রে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। সেই আলোচনায় নতুন করে জায়গা করে নিলেন গায়িকা ‘দেবলীনা নন্দী’ (Debolina Nandy)। ছবিতে মহুয়ার ঠোঁটে যে গান শোনা যাবে, তার কণ্ঠ দেবলীনাই দিচ্ছেন! গতকাল এই খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে। তবে এই সুযোগের কথা বলতে গিয়ে দেবলীনাও যেন আলাদা করে খুশি উদযাপন করতে চাননি। বরং তাঁর কথায় বারবার ফিরে এসেছে জীবনের কঠিন সময়ের কথা।
আর সেখান থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টার গল্প। সম্প্রতি ব্যক্তিগত জীবনের অশান্তি নিয়ে সমাজ মাধ্যমে খোলাখুলি কথা বলার পর থেকেই শিরোনামে ছিলেন দেবলীনা। সেই সময় মানসিক বিপর্যয় এতটাই তীব্র ছিল যে, নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা পর্যন্ত করেছিলেন তিনি। চিকিৎসা আর কাছের মানুষদের তৎপরতায় প্রাণে বেঁচে ফেরেন। এখনো পুরোপুরি স্বাভাবিক নন বলেই স্বীকার করেছেন গায়িকা। মনোবিদের কাছে চিকিৎসা চলছে, পরিবার পাশে থেকে বোঝাচ্ছেন, সাহস দিচ্ছেন।
দেবলীনাও লুকোচ্ছেন না, এই লড়াই এখনও শেষ হয়নি। প্রসঙ্গত, এই পরিস্থিতির মাঝেই বড় পর্দায় প্রথমবার প্লেব্যাকের সুযোগ তাঁর কাছে অনেকটাই নতুন আশার মতো। তবে ছবিতে কতগুলি গান গাইবেন, কার সুরে বা কবে রেকর্ডিং, এসব কিছুই এখনও নিশ্চিত নয় বলেই জানান তিনি। প্রযোজকের তরফে শুধু এটুকুই জানানো হয়েছে যে, মহুয়ার চরিত্রে অঙ্কিতা মল্লিকের ঠোঁটে তাঁর গান শোনা যাবে। দেবলীনা জানালেন, আপাতত এই খবরটাই তাঁর কাছে বড় প্রাপ্তি।
ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এখনই বেশি ভাবতে চান না তিনি। সমাজ মাধ্যমে তাঁকে নিয়ে যে কটাক্ষ হয়েছে, সেগুলো যে তাঁর অজানা নয়, সেটাও স্পষ্ট করেছেন দেবলীনা। কেউ কেউ এই ঘটনাকে জনপ্রিয়তার জন্য সাজানো ‘নাটক’ বলেও আ’ক্রমণ করেছেন। সেই প্রসঙ্গে তাঁর বক্তব্য সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট। তিনি অভিনয় করতে জানেন না, নাটক করাও তাঁর ধাতে নেই। এত বড় ঝড় নিজের জীবনে ডেকে আনার মতো মানসিক শক্তি তাঁর নেই বলেই মনে করেন তিনি।
আরও পড়ুনঃ “মার খেয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলাম” সেই চরম শাস্তি, আজও ভোলেননি সাবিত্রী চট্টোপাধ্যায়! প্রশিক্ষণের নামে অ’ত্যাচারের কথা ফাঁস করলেন বর্ষীয়ান অভিনেত্রী! কার জন্য নষ্ট হয়েছিল তাঁর শৈশব?
উল্টে গায়িকার এখন মনে হয়, এত কিছু প্রকাশ্যে না এলেই হয়তো ভাল হত! সব মিলিয়ে দেবলীনাকে এখন প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে মঞ্চে গান গাইতে। তাও আবার অনেকটাই সংযত, বাস্তববাদী মনোভাব নিয়ে। দ্বিতীয় সুযোগ পাওয়ার কথাই বারবার বলছেন তিনি। জীবনে ফের একবার মূল স্রোতে ফিরে দাঁড়ানোর চেষ্টা চলছে, এই ছবির গান হয়তো সেই পথে এক ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমালোচনা থাকবেই, সে বিষয়ে তিনি সচেতন। তবু আপাতত অতীতের ভার নামিয়ে রেখে সামনে তাকাতেই বেশি আগ্রহী দেবলীনা নন্দী।






